রাজ্যকে আকার দিতে অবশ্যই প্রয়োজন আইনের

আগে নাম ছিল সাংবিধানিক দফতর। এখন সেই দফতরই নাম পালটে হয়েছে আইন দফতর। রাজ্যকে পরিপূর্ণতা দিতে অবশ্যই প্রয়োজন আইনের। আইন বিভাগ ছাড়া রাজ্যকে ঠিক পথে চালিত করা সম্ভব নয়। রাজ্যের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন আইন বিভাগের।

Updated By: Mar 10, 2016, 03:16 PM IST
রাজ্যকে আকার দিতে অবশ্যই প্রয়োজন আইনের

ওয়েব ডেস্ক: আগে নাম ছিল সাংবিধানিক দফতর। এখন সেই দফতরই নাম পালটে হয়েছে আইন দফতর। রাজ্যকে পরিপূর্ণতা দিতে অবশ্যই প্রয়োজন আইনের। আইন বিভাগ ছাড়া রাজ্যকে ঠিক পথে চালিত করা সম্ভব নয়। রাজ্যের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন আইন বিভাগের।

রাজ্যের আইনকে আরও জোরদার করতে গত চার বছরে এসেছে ১২১টি নতুন অ্যাক্ট। প্রত্যেকটি আইনই পাওয়া যাবে ওয়েবসাইটে।  ওয়েবসাইটটি হল wb.gov.in/portal/wblaw. প্রতিটি মামালার ওপর মনিটরিংয়ের জনইয় তৈরি করা হয়েছে বিশেষ সেল। উচ্চ আদালতের মামলা গুলির জন্য চালু করা হয়েছে High Court Cases Monitoring Cell. ২৭ ফেব্রুয়ারি ২০১৪ থেকে চালু হয়েছে ওয়েবসাইটও।  The West Bengal Code, Volume XII প্রকাশিত হয়েছে ছাপার আকারে। তৈরি করা হয়েছে ৭০টি নতুন ল অফিসারের পদ।

পড়ুন পর্তুগীজ শাল, ঐতিহ্যকে ফিরিয়ে আনার উদ্যোগ বিশ্ব বাংলার

.