লেক টাউনে তিন বছরের শিশুকে নির্মম অত্যাচার, এখনও অধরা গৃহশিক্ষিকা পূজা

তিনবছরের শিশুকে নির্মম মারধরে অভিযুক্ত পূজা সিং এখনও অধরাই। গতকালই ওই গৃহশিক্ষিকার শাসনের বহর দেখে শিউরে উঠেছিল সবাই।  থাপ্পর, লাথি তো ছিলই, তিন বছরের শিশুটিকে রীতিমতো আছড়ে ফেলতেও দেখা যায় পূজা সিংকে। পুরো ঘটনাই ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়।বন্ধ ঘরে বছর তিনেকের এক রত্তি শিশু। তাকে এলো পাথারি কিল- চর-লাথি মারছেন এক মধ্যবয়স্ক মহিলা।  তুলে নিয়ে ভয়ঙ্কর ভাবে আছড়েও ফেলছেন কখনও, কখনও।

Updated By: Jul 24, 2014, 09:36 AM IST
লেক টাউনে তিন বছরের শিশুকে নির্মম অত্যাচার, এখনও অধরা গৃহশিক্ষিকা পূজা

কলকাতা: তিনবছরের শিশুকে নির্মম মারধরে অভিযুক্ত পূজা সিং এখনও অধরাই। গতকালই ওই গৃহশিক্ষিকার শাসনের বহর দেখে শিউরে উঠেছিল সবাই।  থাপ্পর, লাথি তো ছিলই, তিন বছরের শিশুটিকে রীতিমতো আছড়ে ফেলতেও দেখা যায় পূজা সিংকে। পুরো ঘটনাই ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়।বন্ধ ঘরে বছর তিনেকের এক রত্তি শিশু। তাকে এলো পাথারি কিল- চর-লাথি মারছেন এক মধ্যবয়স্ক মহিলা।  তুলে নিয়ে ভয়ঙ্কর ভাবে আছড়েও ফেলছেন কখনও, কখনও।

বুধবার এই অমানবিক অত্যাচারের ছবি দেখেই শিউরে ওঠে সংস্কৃতির শহর। জানা যায়, ছোট্ট শিশুটিকে পড়ানোর দায়িত্ব পেয়ে এভাবেই নিজ মূর্তি ধরেছিলেন গৃহশিক্ষিকা পূজা সিং।

সিসিটিভিতে এই ছবি দেখেই সন্তানের ওপর মর্মান্তিক অত্যাচারের কথা জানতে পারেন শিশুটির বাবা মা। অভিযোগ, এরপরই লেক টাউনে তাদের বাড়িতে হাজির হন পূজা সিংয়ের স্বামী। হুমকি দেন পুলিসকে কিছু না জানানোর।

দম্পতির অভিযোগ পেয়েই পূজা সিংয়ের খোঁজে তদন্ত নামে পুলিস। ঘটনার বিস্তারিত খবর নেন মুখ্যমন্ত্রীও। শিশুটির বাড়িতে যান রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশনের প্রতিনিধিরা।  

শুধু শিশু অধিকার রক্ষা কমিশনই নয়, সমাজের বিভিন্ন মহল থেকেই অভিযুক্ত পূজা সিংয়ের শাস্তির দাবি উঠেছে। ছোট্ট শিশুর ওপর পূজা সিংয়ের মর্মান্তিক অত্যাচারের ছবি ভাবিয়ে তুলেছে অভিভাবকদের। গৃহশিক্ষিকাদের ওপর তাদের আস্থাটাই যেন টলিয়ে দিয়েছে ওই নারকীয় ভিডিও।

 

.