২০৩৬-এ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন অভিষেক: Kunal Ghosh
মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসুর রেকর্ড ভেঙে দেবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
নিজস্ব প্রতিবেদন : আজ থেকে ঠিক ১৪ বছর বাদে। বাংলার মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। ২০৩৬-এ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন অভিষেক। এমনটাই দাবি করলেন কুণাল ঘোষ। তৃণমূলের TMC 3.0 সরকারের বর্ষপূর্তি উপলক্ষে প্রথমে সোশ্যাল মিডিয়ায় নিজের পোস্টে ও সাংবাদিক বৈঠক বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে অভিষেকের নাম ঘোষণা করলেন যেন কুণাল। একইসঙ্গে তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসুর রেকর্ড ভেঙে দেবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
কুণাল ঘোষ বলেন, "আত্মতুষ্টির জায়গা নেই। আত্মসমালোচনার জায়গায় গুরুত্ব দিতে হবে। দল বড়, সরকার বড়, আরও জয়, আরও দায়িত্ব, আরও কাজ, কর্মযজ্ঞ চলছে। ৯৯ শতাংশ কাজ ভালো। ১ শতাংশ ভুল থাকলে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হবে। যে কর্মী, সমর্থক, সংগঠকরা ২০২১-এর চরম ঝুঁকির যুদ্ধে জান কবুল লড়াই দিয়েছেন, তাঁদের সম্মান, মর্যাদা, অধিকারবোধ সত্যিই স্বতন্ত্র। দলে রাজনৈতিক সচেতনতাটাকেই অগ্রাধিকার দিন। দেওয়া হয়।"
একইসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক লিখেছেন, "২০২১-এর লড়াই তৃণমূলকে অনেক পরিণত করেছে। উচ্চতা দিয়েছে। মানুষ চিনিয়েছে। বিপদ বুঝিয়েছে। আত্মবিশ্বাস দিয়েছে। তৃণমূল কংগ্রেসের এক সৈনিক হিসেবে বলতে পারি, ২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতাদি। আর সেই ২০৩৬ সালে তিনি অভিভাবকের মত উপস্থিত থাকবেন এমন অনুষ্ঠানে, যেখানে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন অভিষেক। মুখ্যমন্ত্রিত্বে জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ভারতে নজির গড়বেন মমতাদি।"
আরও পড়ুন, TMC 3.0 সরকারের বর্ষপূর্তি! কী বদল হল বাংলার রাজনীতিতে?