আকাশে ঘুড়ির মেলায় বিশ্ব পর্যটন দিবস পালন করল কলকাতা

পেটকাটি চাঁদিয়াল মোমবাতি বগ্গা। মঙ্গলবার দুপুরে ময়দানের আকাশ ছিল এদেরই দখলে। এদের সঙ্গে পাল্লা দিয়ে লড়তে হাজির ছিল ভিন রাজ্যের হরেক রকম ডিজাইনার ঘুড়ি। আর এভাবেই রাজ্য পর্যটন দফতরের উদ্যোগে পালন করা হল বিশ্ব পর্যটন দিবস।

Updated By: Sep 27, 2011, 09:54 PM IST

পেটকাটি চাঁদিয়াল মোমবাতি বগ্গা। মঙ্গলবার দুপুরে ময়দানের আকাশ ছিল এদেরই দখলে। এদের সঙ্গে পাল্লা দিয়ে লড়তে হাজির ছিল ভিন রাজ্যের হরেক রকম ডিজাইনার ঘুড়ি। আর এভাবেই রাজ্য পর্যটন দফতরের উদ্যোগে পালন করা হল বিশ্ব পর্যটন দিবস।  একসময় ঘুড়ি ওড়ানো ছিল বনেদী কলকাতার শখ। ফেসবুকের যূগে এখন সেসব লুপ্তপ্রায়। তবু মাঝে মাঝে শহরের আকাশে আজও দেখা মেলে ঘুড়ির। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে ময়দানে ঘুড়ি উত্‍সবের আয়োজন করেছিল রাজ্য পর্যটন দফতর। সেখানেই আকাশ জুড়ে দেখা গেল হরেক রকমের ঘুড়ি। কোনওটা দেখতে পাখির মত তো কোনওটি যেন নীল আকাশের বুকে ভাসমান দেবী দুর্গা।  

.