প্যারিসে সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে সোচ্চার কলকাতার ক্রীড়া মহল

প্যারিসের পাশে দাঁড়াল কলকাতা। সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে রবিবার সোচ্চার হলেন বাংলার ক্রীড়া ব্যাক্তিত্বরা। ফরাসি দূতাবাসে গিয়ে হামলায় নিহতদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান  পি কে ব্যানার্জি,সুব্রত ভট্টাচার্যরা ।

Updated By: Nov 15, 2015, 11:21 PM IST
প্যারিসে সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে সোচ্চার কলকাতার ক্রীড়া মহল

ব্যুরো:প্যারিসের পাশে দাঁড়াল কলকাতা। সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে রবিবার সোচ্চার হলেন বাংলার ক্রীড়া ব্যাক্তিত্বরা। ফরাসি দূতাবাসে গিয়ে হামলায় নিহতদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান  পি কে ব্যানার্জি,সুব্রত ভট্টাচার্যরা ।

প্যারিসের পাশে কলকাতার ক্রীড়া মহল। শুক্রবার রাতে আইসিসের হামলায় রক্তাক্ত হয়েছে প্যারিস। টার্গেট করা হয়েছে ফ্রান্সের জাতীয় স্টেডিয়াম। যেখানে তখন ফ্রান্স আর জার্মানির আন্তর্জাতিক প্রদর্শনী ম্যাচ চলছিল। সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে রবিবার সোচ্চার হন বাংলার ক্রীড়া ব্যাক্তিত্বরা। কলকাতায় ফরাসি দূতাবাসে গিয়ে হামলায় সহমর্মিতা প্রকাশ করেন পি কে ব্যানার্জি,সুব্রত ভট্টাচার্য ,মোহনবাগান কোচ সঞ্জয়,ইস্টবেঙ্গল কোচ বিশ্বজিত ভট্টাচার্য। জঙ্গি হামলায় প্রয়াতদের স্মৃতির উদেশ্য শ্রদ্ধার্ঘ্য জানান তারা।

সন্ত্রাসবাদী হামলা সত্বেও শুক্রবার রাতে ফ্রান্স-জার্মানি-র ম্যাচ এক মিনিটের জন্যও বন্ধ হয়নি। ফুটবলকে হারাতে ব্যর্থ হয়েছে সন্ত্রাস। যাকে কুর্নিশ জানিয়েছেন পি কে -সুব্রত ভট্টাচার্যরা।

.