রবিবার থেকে জরুরি পরিষেবার জন্য বেরোলে চাই E-pass, কীভাবে পাবেন, জেনে নিন

রবিবার থেকে কার্যত লকডাউনে যাচ্ছে গোটা রাজ্য। বন্ধ থাকছে বাস-ট্রেন, অত্যাবশ্যকীয় জিনিসের ছাড়া কোনও দোকান খোলা থাকছে না।  চলাচল করবে না কোনও ব্যক্তিগত গাড়িও। এখন কাল যদি কোনও জরুরি পরিষেবা দেওয়ার জন্য বাইরে বের হতে হয় তাহলে কী করবেন? এর জন্য ব্যবস্থা করেছে কলকাতা পুলিস।

Updated By: May 15, 2021, 10:54 PM IST
রবিবার থেকে জরুরি পরিষেবার জন্য বেরোলে চাই E-pass, কীভাবে পাবেন, জেনে নিন

নিজস্ব প্রতিবেদন: রবিবার থেকে কার্যত লকডাউনে যাচ্ছে গোটা রাজ্য। বন্ধ থাকছে বাস-ট্রেন, অত্যাবশ্যকীয় জিনিসের ছাড়া কোনও দোকান খোলা থাকছে না।  চলাচল করবে না কোনও ব্যক্তিগত গাড়িও। এখন কাল যদি কোনও জরুরি পরিষেবা দেওয়ার জন্য বাইরে বের হতে হয় তাহলে কী করবেন? এর জন্য ব্যবস্থা করেছে কলকাতা পুলিস।

আরও পড়ুন-সুরা ছাড়া দু'সপ্তাহ! সামাজিক দূরত্ব শিকেয় তুলে লম্বা লাইন মদের দোকানে

শনিবার কলকাতা পুলিসের(Kolkata Police) তরফে জানানো হয়েছে যারা জরুরি পরিষেবা দেবেন বা অনলাইন ডেলিভারির জন্য বাইরে বের হবেন তাদের নিতে হবে একটি ই-পাস। নির্দিষ্ট তথ্য দিয়ে একটি ফরম পূরণ করতে হবে। তাহলেই ওই ই-পাস পৌঁছে যাবে আপনার ইমেল আইডিতে।

ই-পাস এর জন্য কীভাবে আবেদন করা যাবে

**  ক্লিক করতে হবে https://coronapass.kolkatapolice.org/ লিঙ্কে।

** একটি পেজ খুলে যাবে। নীচে I Agree লেখায় ক্লিক করুন।

**  নতুন একটি পেজ খুলবে। বেছে নিতে হবে Individual কিংবা Organisation। পছন্দমতো জায়গায় ক্লিক করতে হবে।

আরও পড়ুন-কারা পাবেন Covid Vaccine? হকার, রিকশা চালক থেকে যৌনকর্মী- তালিকা দিল রাজ্য  

**  এরপর ওখানে লিখতে হবে নিজের নাম, গন্তব্য, গাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য, কী কারণে যাচ্ছেন। পাশাপাশি বলতে হবে I shall not operate/commute in the containment zones। অর্থাত্ এরকম লেখা জায়গায় ক্লিক করতে হবে। আপলোড করতে হবে পরিচয়পত্র।

**  এরপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

** ইমেল আইডিতে একটি একটি কোড এসে যাবে।

** ওই কোড দিয়ে ই-পাস ডাউনলোড করতে হবে।

** যতক্ষণের জন্য পাস দেওয়া হয়েছে সেই সময়ের জন্যই ছাড় পাবেন ই-পাস ধারীরা।  

.