চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যু, উত্তেজনা, ভাঙচুর নার্সিংহোমে
চিকিত্সায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়াল পাম অ্যাভিনিউয়ের একটি নার্সিংহোমে। আজ সকালে শিশুটির বাড়ির লোক নার্সিংহোমে গিয়ে দেখেন শিশুটি মৃত অবস্থায় পড়ে রয়েছে। সেইসময় কোনও ডাক্তারও ছিল না। শিশুর বাড়ির লোকজন এরপরই নার্সিংহোম ভাঙচুর করে। পুলিস নার্সিংহোমের মালিককে আটক করেছে।
চিকিত্সায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়াল পাম অ্যাভিনিউয়ের একটি নার্সিংহোমে। আজ সকালে শিশুটির বাড়ির লোক নার্সিংহোমে গিয়ে দেখেন শিশুটি মৃত অবস্থায় পড়ে রয়েছে। সেইসময় কোনও ডাক্তারও ছিল না। শিশুর বাড়ির লোকজন এরপরই নার্সিংহোম ভাঙচুর করে। পুলিস নার্সিংহোমের মালিককে আটক করেছে।
পাম এভিনিউ-এর বাসিন্দা সন্তানসম্ভবা ২৮ বছরের ফরজানা খাতুন বুধবার ভর্তি হন স্থানীয় রিগ্যাল নার্সিংহোমে। বুধবার রাতেই একটি কন্যা সন্তানের জন্ম দেন ফরজানা। ফরজানার বাড়ির লোকের দাবি জন্মের পর শিশুর শারিরীক অবস্থা ভালই ছিল। শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ ফরজানার বাড়ির লোক নার্সিংহোমে গিয়ে দেখেন, শিশুটি মারা গেছে। সেই সময় নার্সিংহোমে কোনও ডাক্তারও ছিল না বলে অভিযোগ।
শিশুটির মৃত্যুর সময় ডাক্তার না থাকার কথা স্বীকার করে নিয়েছেন নার্সিংহোমের মালিক। গোটা ঘটনায় উত্তেজিত স্থানীয় বাসিন্দারা নার্সিংহোমে ভাঙচুর করে। পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। নার্সিংহোমের মালিককে আটক করেছে পুলিস।