ইতিহাস, পুরাতত্বের `জাদু` আর ২০০ বছরের `ঘর`

দেশের ঐতিহ্য ও পুরাতত্ত্ব রক্ষায় নেতৃত্বের ভূমিকায় উঠে আসুক ভারতীয় জাদুঘর। জাদুঘরের দুশো বছর পূর্তি অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। পৃথিবীর অন্যান্য বড় জাদুঘরের সংগ্রহ সামগ্রী গবেষনার ওপরও জোর দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। পুরাতত্ব সংগ্রহে রাজ্যের উদ্যোগের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Updated By: Feb 2, 2014, 02:15 PM IST

দেশের ঐতিহ্য ও পুরাতত্ত্ব রক্ষায় নেতৃত্বের ভূমিকায় উঠে আসুক ভারতীয় জাদুঘর। জাদুঘরের দুশো বছর পূর্তি অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। পৃথিবীর অন্যান্য বড় জাদুঘরের সংগ্রহ সামগ্রী গবেষনার ওপরও জোর দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। পুরাতত্ব সংগ্রহে রাজ্যের উদ্যোগের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৮১৪ সালে পথ চলা ভারতীয় জাদুঘরের। তারপর দেশের পুরাতত্ত্ব ও ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় জাদুঘর। রবিবার ভারতীয় জাদুঘরের দুশোতম বছর পূর্তি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং, রাজ্যপাল এম কে নারায়ন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ঐতিহ্য ও পুরাতত্ত্ব রক্ষায় নেতৃত্বের ভূমিকায় উঠে আসুক ভারতীয় জাদুঘর। জোর দিক পৃথিবীর বড় জাদুঘরগুলির সামগ্রী গবেষণায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ইতিমধ্যেই পুরাতত্ত্ব সংগ্রহে একশো ছেষট্টিটি জায়গা চিহ্নিত করেছে রাজ্য।

মিউজিওলজি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। জাদুঘরের কাজে আরও প্রশিক্ষিতদের যোগদান জরুরি বলে মনে করেছেন তিনি।

.