মেট্রোর সরঞ্জাম চুরি করতে গিয়ে নিরাপত্তা কর্মীর হাতে উত্তম-মধ্যম খেল চোর

বার বার পুলিসকে জানিয়েও কাজ হয়নি। তাই আইন হাতে তুলে নিল মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রোর সরঞ্জাম চুরি করতে এসে মেট্রোর নিরাপত্তা কর্মীর হাতে ধরা পড়ে বেধড়ক মার খেতে হল চোরকে। ঘটনাটি ঘটেছে বেহালার পাঠকপাড়া এলাকায়।

Updated By: Sep 8, 2013, 11:49 PM IST

বার বার পুলিসকে জানিয়েও কাজ হয়নি। তাই আইন হাতে তুলে নিল মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রোর সরঞ্জাম চুরি করতে এসে মেট্রোর নিরাপত্তা কর্মীর হাতে ধরা পড়ে বেধড়ক মার খেতে হল চোরকে। ঘটনাটি ঘটেছে বেহালার পাঠকপাড়া এলাকায়।
জোকা থেকে বিবাদিবাগ পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজ চলছে। প্রকল্পের কাজ শুরু হওয়ার কিছুদিন পর থেকেই উঠছিল  সরঞ্জাম চুরির অভিযোগ। রবিবার বেহালার পাঠকপাড়ার কাছে স্টোর রুমের তালা ভেঙে চুরির সময় হাতেনাতে চোরকে ধরে ফেললেন নিরাপত্তাকর্মী পার্থ নস্কর। বেধড়ক পেটালেন চোরকে। প্রশ্ন উঠছে, এইভাবে মারধরের অধিকার কি আদৌ আছে কোনও নিরাপত্তা কর্মীর? নিরাপত্তাকর্মীর অবশ্য যুক্তি, বারবার পুলিস প্রশাসনকে জানিয়েও চুরি বন্ধ হয়নি। তাই কর্তৃপক্ষই চোরকে শিক্ষা দেওয়ার নির্দেশ দিয়েছে।
 কিন্তু প্রশ্ন, পুলিস প্রশাসনের নিষ্ক্রিয়তায় এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়লে কোথায় দাঁড়াবে রাজ্যের আইনশৃঙ্খলা ?
 

.