সকাল থেকে দফায় দফায় ধাক্কা খাচ্ছে মেট্রো পরিষেবা, শনিবারে নাকাল যাত্রীরা
প্রথমে মেট্রোর এসি রেক খারাপ। তা ঠিক করতে না করতেই মেট্রোয় মরণঝাঁপ। এই দুই ঘটনায় আজ সকাল থেকে ব্যাহত হয় মেট্রো চলাচল। নাকাল হন বহু মাধ্যমিক পরীক্ষার্থী। প্রথম ঘটনাটি ঘটে সকাল নটা কুড়ি নাগাদ, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে খারাপ হয়ে যায় এসি রেক।
প্রথমে মেট্রোর এসি রেক খারাপ। তা ঠিক করতে না করতেই মেট্রোয় মরণঝাঁপ। এই দুই ঘটনায় আজ সকাল থেকে ব্যাহত হয় মেট্রো চলাচল। নাকাল হন বহু মাধ্যমিক পরীক্ষার্থী। প্রথম ঘটনাটি ঘটে সকাল নটা কুড়ি নাগাদ, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে খারাপ হয়ে যায় এসি রেক।
প্রায় সাড়ে ১০টা নাগাদ ওই রেক টালিগঞ্জের কারশেডে নিয়ে যাওয়া হয়। মাঝে একঘণ্টারও বেশি সময় কবি সুভাষ থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলেনি। আপ লাইনে দমদম থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলে। এই সমস্যা মেটার ১০ মিনিটের মধ্যে কালীঘাট মেট্রো স্টেশনে ষাটোর্ধ্ব এক বৃদ্ধ লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। প্রায় আধঘণ্টা পর দেহ সরিয়ে নিয়ে যাওয়া হয়। সকাল এগারোটার পর মেট্রো চলাচল আবার স্বাভাবিক হয়।