পুলিস হেফাজতে করিম গাজির মৃত্যু, জেলা পুলিসকে তদন্তের নির্দেশ হাইকোর্টের

পুলিস হেফাজতে সিপিআইএম কর্মী করিম গাজির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় জেলা পুলিস সুপারকে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তিন সপ্তাহের মধ্যে তদন্তের রিপোর্ট হাইকোর্টে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিস সুপার যাতে নিজে এই তদন্ত করেন তা নির্দেশে স্পষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায়।

Updated By: Dec 2, 2013, 10:10 PM IST

পুলিস হেফাজতে সিপিআইএম কর্মী করিম গাজির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় জেলা পুলিস সুপারকে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তিন সপ্তাহের মধ্যে তদন্তের রিপোর্ট হাইকোর্টে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিস সুপার যাতে নিজে এই তদন্ত করেন তা নির্দেশে স্পষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায়।

গত ৩ নভেম্বর একটি খুনের মামলায়, জয়নগরের মহিষমারি হাট থেকে সিপিআইএম কর্মী করিম গাজিকে গ্রেফতার করে কুলতলি থানার পুলিস। সেদিনই বিকেল পাঁচটা নাগাদ কুলতলি থানা থেকে করিম গাজির মৃত্যুর খবর দেওয়া হয় তাঁর পরিবারকে। সেই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়।

.