হাইকোর্টের রায়ে ত্রাণ বিলিতে আর বাধা রইল না বালুরঘাটের বিজেপি সাংসদের

বিচারপতি দেবাংশু বসাক সুকান্ত পোদ্দারের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

Updated By: Jun 2, 2020, 06:55 PM IST
হাইকোর্টের রায়ে ত্রাণ বিলিতে আর বাধা রইল না বালুরঘাটের বিজেপি সাংসদের

নিজস্ব প্রতিবেদন : লকডাউনে ত্রাণ বণ্টন সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে অস্বস্তি বাড়ল রাজ্য সরকারের জন্য। অন্যদিকে জয়ের হাসি বিজেপি শিবিরে। আজ বালুরঘাটের বিজেপি সাংসদ ড. সুকান্ত মজুমদারের উপর থেকে সমস্ত রকম নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 

গত ২৩ জুন ত্রাণ বিলি করতে বালুরঘাটের গ্রামে যাচ্ছিলেন বিজেপি সাংসদ সুকান্তবাবু। অভিযোগ, জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় তাঁকে পুলিস আটকে দেয়। রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে লকডাউনে স্যোশাল ডিস্ট্যান্সিংয়ের দোহাই দিয়ে হোম কোয়ারান্টাইনে পাঠিয়ে দেওয়া হয়। এই ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি সাংসদ। 

সেই মামলাতেই আজ বিচারপতি দেবাংশু বসাক সুকান্ত পোদ্দারের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। তাঁর আইনজীবী অরিজিৎ বক্সি জানান, বালুরঘাটের অসহায় মানুষদের এরপর যেকোনও সময় ত্রাণ দিতে যেতে পারবেন তিনি।

প্রসঙ্গত, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও ত্রাণ দিতে যাওয়ার পথে পুলিসি বাধার মুখে পড়েছেন। লকডাউন নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছেন দিলীপ ঘোষ। তৃণমূল নেতা, মন্ত্রীা রাস্তায় নামছেন, বেরচ্ছেন। অথচ বেছে বেছে তাঁরা ত্রাণ দিতে যাওয়ার সময়ই শুধু বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

আরও পড়ুন, লকডাউনে কাজ হারিয়ে দীর্ঘদিন অনাহারে, ৩ দিন ট্রেনেও মেলেনি খাবার-জল, বাড়ি ফেরা হল না কিশোরের

.