পুজোর পর খুলেছে স্কুল, কলেজ! আলিপুর-টালার যানজট সামলাতে পুলিসকে কড়া নির্দেশ কমিশনারের
প্রসঙ্গত, আজই খুলছে শহরের অধিকাংশ সরকারি দফতর, স্কুল, কলেজ। তাই বাড়তি যানজটের চাপের সম্ভাবনা রয়েছে আলিপুর ও টালা এলাকায়।
নিজস্ব সংবাদদাতা: পুজোর ছুটি ফুরিয়েছে। ইতিমধ্যেই খুলে গিয়েছে বেশির ভাগ স্কুল, কলেজ। ফলে রাস্তা-ঘাটে যানজটের চাপ বাড়বে অনেকটাই। কলকাতার ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় আরও তত্পরতার নির্দেশ দিয়েছে কলকাতা পুলিসের কমিশনার অনুজ শর্মা।
প্রসঙ্গত, আজই খুলছে শহরের অধিকাংশ সরকারি দফতর, স্কুল, কলেজ। তাই বাড়তি যানজটের চাপের সম্ভাবনা রয়েছে আলিপুর ও টালা এলাকায়। এই অতিরিক্ত যানজটের চাপ সামাল দিতে আলিপুর ও টালায় অতিরিক্ত ফোর্স মোতায়নের জন্য থানার ওসি আর এসিদের কড়া নির্দেশ দিয়েছেন অনুজ শর্মা। বিশেষ করে আলিপুর ও টালা সেক্টরে যানজট সামাল দিতে অতিরিক্ত নজর দিতে নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিসের কমিশনার।
আরও পড়ুন: ই-গভর্ন্যান্সে দেশে 'এক নম্বর' পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অফিসের ওয়েবসাইট-ই আপডেটেড নয়!
এই দুই এলাকা ছাড়াও শহরের অন্যান্য স্কুল, কলেজ চত্বরে, অফিস পাড়ায় অতিরিক্ত নজর দিতে নির্দেশ দিয়েছেন অনুজ শর্মা। সকালের অফিস বা স্কুল, কলেজ যাওয়ার সময় বা ফেরার সময় আরও তত্পর থাকার নির্দেশ দেওয়া হয়েছে শহরের ট্রাফিক ব্যবস্থার দায়িত্বে থাকা পুলিস কর্তাদের।