Kolkata Attack: দোষীদের শাস্তি চান টালিগঞ্জে আক্রান্ত অটিস্টিক যুবক
৫ বছর আগেই অটিজম এর অসুবিধা একটু একটু করে কাটিয়ে ধাপে ধাপে ফিরেছেন জীবনের স্বাভাবিক ছন্দে। হাঁটাচলা ও কথাবার্তায় সামান্য জড়তা ছাড়া প্রায় আর পাঁচ জন স্বাভাবিক যুবক। তবু স্যাডিস্টিক প্লেজার বা মস্করা করা স্বভাব হয়ে গিয়েছে তাকে নিয়ে। এর আগে তিন বার একইভাবে হেনস্থার শিকার হন তিনি। এবার সেই একই রকম হেনস্থার পর পুলিসে অভিযোগ জানানোর হুঁশিয়ারি দেওয়ার সঙ্গে সঙ্গে চড় থাপ্পড় ঘুষি ফিরে পেলেন তিনি।
অয়ন ঘোষাল: দোষীদের শাস্তি চান, আর নিজে ঘুরে দাঁড়াতে চান। এক বেসরকারি সংস্থায় চাকরি করেন। দ্রুত জয়েন করতে চান অফিসে।
৫ বছর আগেই অটিজম এর অসুবিধা একটু একটু করে কাটিয়ে ধাপে ধাপে ফিরেছেন জীবনের স্বাভাবিক ছন্দে। হাঁটাচলা ও কথাবার্তায় সামান্য জড়তা ছাড়া প্রায় আর পাঁচ জন স্বাভাবিক যুবক। তবু স্যাডিস্টিক প্লেজার বা মস্করা করা স্বভাব হয়ে গিয়েছে তাকে নিয়ে। এর আগে তিন বার একইভাবে হেনস্থার শিকার হন তিনি। এবার সেই একই রকম হেনস্থার পর পুলিসে অভিযোগ জানানোর হুঁশিয়ারি দেওয়ার সঙ্গে সঙ্গে চড় থাপ্পড় ঘুষি ফিরে পেলেন তিনি।
আরও পড়ুন: Dilip Ghosh: '২৪-এ সার্বিক লড়াই হবে, আরও এক ডজন সিট ছিনিয়ে নেব’, দাবি দিলীপ ঘোষের
তবু হাল ছাড়েন নি তিনি। ছাড়বেন না বলেই জানিয়েছেন। কেনই বা ছাড়বেন। তিনি যে স্নায়বিক অসুখে আক্রান্ত হওয়ার কঠিন লড়াই জয় করেছেন। সেই তুলনায়, এই শারীরিক নিগ্রহ বা আক্রমণ তো তুচ্ছ। তবে সুবিচার চান তিনি। সঙ্গে চান দোষীদের শাস্তি। যাতে এমন ঘটনা শুধু ওই চার জন না, আর কেউ যেন কারুর সঙ্গে ঘটাতে সাহস না পান।
আরও পড়ুন: Mamata Banerjee: বন্যাকবলিত উত্তরবঙ্গে যাচ্ছে বিশেষ টিম, ট্যুইট মুখ্যমন্ত্রীর
বাবা পেশায় চিকিৎসক এবং মা স্বাস্থ্যকর্মী। দুজনেই সকালে বেরিয়ে যান কাজে। ছেলে যেহেতু ক্রমশ আরোগ্যলাভের চেষ্টায় রয়েছেন তাই তাকে বাড়িতে একা রেখেই বেরোন। ছেলে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। বিকেলের আগেই বাড়ি ফিরে আসে সে।
সন্ধে নামার আগে অভ্যাস বশত হাঁটতে বেরোয় প্রতিদিন। ফিরে আসে সন্ধের আগেই। রুটিনে ছেদ পড়েনি রবিবারও। তবে কাল কিছু হিসেব অবশ্যই ওলট পালট হয়ে গিয়েছে।
টালিগঞ্জ থানার তিন আধিকারিক সকাল সাড়ে ১০ টা নাগাদ এসে পৌছায় বাড়িতে। রেকর্ড করা হয় বয়ান। রাসবিহারী মোড়ের চেতলা অটো স্ট্যান্ড এলাকার তিনটি সিসিটিভি-র হার্ড ডিস্ক সংগ্রহ করেছে পুলিস। অভিযুক্তদের খোঁজ চলছে বলে জানা গিয়েছে।