বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গ, আগামী দু`দিন থাকবে আমেজের আবহাওয়া
দীর্ঘ দহনের পর অবশেষে স্বস্তি। কলকাতা জুড়ে নামল স্বস্তির বৃষ্টি। আজ সকাল থেকেই মেঘলা ছিল আকাশ। সঙ্গে ছিল ছিটেফোঁটা বৃষ্টি। দুপুর গড়াতেই ঘন কালো মেঘে ঢেকে যায় আকাশ। কলকাতা জুড়ে শুরু হয় বৃষ্টি। বৃষ্টি নেমেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরেই এই বৃষ্টি। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
দীর্ঘ দহনের পর অবশেষে স্বস্তি। কলকাতা জুড়ে নামল স্বস্তির বৃষ্টি। আজ সকাল থেকেই মেঘলা ছিল আকাশ। সঙ্গে ছিল ছিটেফোঁটা বৃষ্টি। দুপুর গড়াতেই ঘন কালো মেঘে ঢেকে যায় আকাশ। কলকাতা জুড়ে শুরু হয় বৃষ্টি। বৃষ্টি নেমেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরেই এই বৃষ্টি। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
চৈত্রের মাঝামাঝি থেকেই এবার উর্ধমুখী ছিল তাপমাত্রা পারদ। তারপর গোটা বৈশাখ এবং জৈষ্ঠ্যের শুরু, একটানা নজিরবিহীন তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন কলকাতার বাসিন্দারা। রুক্ষ, শুষ্ক আবহাওয়ায় কার্যত নাভিশ্বাস উঠছিলো দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। একফোঁটা বৃষ্টির আশায় দিন গুনছিলেন সকলেই। অবশেষ স্বস্তি এল রবিবার। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ টেনে আনল জলভরা মেঘ। আর সেই মেঘেই দুপুরে নামল বৃষ্টি। স্বস্তির বারি ধারায় ভিজল মহানগরী।
বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের কারণে বৃষ্টি চলবে আরও দুতিন দিন জানিয়েছে আবহাওয়া দফতর। তবে বর্ষণে শুধুই স্বস্তি নয়। ঘটেছে কিছু বিপত্তিও। কিছুদিন আগেই শুরু হয়েছে কেষ্টপুরে খাল সংস্কারের কাজ। খালের সমস্ত মাটি তুলে রাখা হয়েছে ভিআইপি রোডের ধারে। রবিবারের বৃষ্টিতে কাদা মাটির স্রোত চলে আসে রাস্তার ওপর। পিছল রাস্তায় দুর্ঘটনার কবলে পড়েন কয়েকজন বাইক আরোহী। খবর পেয়ে ঘটনস্থলে যান লেকটাউন ট্রাফিক গার্ডের পুলিসকর্মীরা। তড়িঘড়ি শুরু হয় মাটি সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ।
কলকাতার পাশাপাশি রবিবার বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিও। এদিন বৃষ্টি নামে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, আসানসোলে। রাজ্যে বর্ষা আসতে এখনও দেরি। এবার একটার বেশি কালবৈশাখী পায়নি দক্ষিণবঙ্গ। একটানা গরমে ভাজাভাজা হয়েছেন মানুষ। শেষ পর্যন্ত ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, সঙ্গে মাঝে মধ্যে বৃষ্টি আর ভিজে বাতাস, সব মিলিয়ে এক রাতের মধ্যেই বদলে গেছে পরিবেশ। তাই বহুদিন পর মানুষের অন্য মেজাজ শহরজুড়ে, অন্য মেজাজ দক্ষিণবঙ্গ জুড়ে।