Illegal Construction: বেআইনি নির্মাণ নিয়ে কড়া আইন আনার পথে কলকাতা পুরসভা!
এতদিন পর্যন্ত ৪০১ ধারা অনুযায়ী শুধুমাত্র নোটিস দিয়েই ক্ষান্ত থাকতেন পুর ইঞ্জিনিয়াররা। পরবর্তীকালে ৪০৮ ধারা অনুযায়ী সেই বেআইনি নির্মাণ ভাঙতে যেতেন পুরসভা। এর মাঝে আর কোনও পদক্ষেপ ছিল না।
দেবারতি ঘোষ: পুলিস ও আইন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকের পর, নতুন করে নোটিফিকেশন করা হল কমিশনারের তরফে। একদিকে যেমন ৪০১-এর 'এ' ধারা অনুযায়ী বেআইনি নির্মাণকারীর ৫ বছর পর্যন্ত জেল হতে পারে। তেমনই এই আইনকে কমপক্ষে ৭ বছর এবং তার বেশি করার প্রক্রিয়া শুরু হল। একইসঙ্গে আইনের এই ধারার সঙ্গে প্রতারণা এবং জোচ্চুরি এই আইনের ধারাগুলোর যোগ করা যায় কিনা তার জন্য, শহরের বিশিষ্ট আইনজীবী এবং পুলিসকে একটি রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে। অপরদিকে নোটিফিকেশনে নির্দিষ্টভাবে কলাম করে বলে দেওয়া হয়েছে কীভাবে একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হবে বেআইনি নির্মাণ ভাঙার ক্ষেত্রে। এতদিন পর্যন্ত ৪০১ ধারা অনুযায়ী শুধুমাত্র নোটিস দিয়েই ক্ষান্ত থাকতেন পুর ইঞ্জিনিয়াররা। পরবর্তীকালে ৪০৮ ধারা অনুযায়ী সেই বেআইনি নির্মাণ ভাঙতে যেতেন পুরসভা। এর মাঝে আর কোনও পদক্ষেপ ছিল না। এবার থেকে যা করা হবে-
১) একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রত্যেকদিন তাঁর এলাকায় ঘুরে চিহ্নিত করা বেআইনি নির্মাণগুলির ওপরে নজরদারি চালাবেন।
২) একটি বেআইনি নির্মাণ চিহ্নিত হওয়ার সঙ্গে সঙ্গে একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তার ঊর্ধ্বতন ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে জানাবেন। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সংশ্লিষ্ট থানার ওসি, এলাকার ডেপুটি কমিশনের, এমনকি জয়েন্ট কমিশনের মুরলীধর শর্মাকেও একটি চিঠি দিয়ে জানাবেন।
৩) বেআইনি নির্মাণে স্টপ ওয়ার্কের নোটিস দেওয়ার পরেও কাজ বন্ধ না হলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওই নির্মাণকারীর বিরুদ্ধে তৎক্ষণাৎ থানায় একটি এফআইআর দায়ের করবেন।
৪) সংশ্লিষ্ট ইঞ্জিনিয়াররা একটি ভাঙার প্ল্যান তৈরি করে তার ডিজি বিল্ডিং-এর কাছে জমা দেবেন।
৫) বাড়ি ভাঙার ক্ষেত্রে যদি স্থানীয় থানা থেকে কোনওরকম গড়িমসি দেখা যায়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার তৎক্ষণাৎ ডিজি বিল্ডিং এবং কমিশনারের নজরে আনবেন বিষয়টি। কমিশনার তৎক্ষণাৎ জয়েন্ট কমিশনারের কাছে অভিযোগ জানাবেন।
৬) ৪০১ নোটিস দেওয়ার পর ১৫ দিনের মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
প্রসঙ্গত, গার্ডেনরিচকাণ্ডের পর টনক নড়ে কলকাতা পুরসভার। রবিবার রাতে গার্ডেনরিচে ১৩৪ নম্বর ওয়ার্ডে আজহার মোল্লা বাগানে ভেঙে পড়ে নির্মীয়মান বহুতল বাড়ির একাংশ। পার্শ্ববর্তী ছোট ছোট বাড়ির উপর ভেঙে পড়ে নির্মীয়মান বহুতলটি। এই ঘটনায় ইতিমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১। গার্ডেনরিচকাণ্ডে ইতিমধ্যেই প্রোমোটার মহম্মদ ওয়াসিমকে গ্রেফতার করেছে পুলিস। ধৃত মহম্মদ ওয়াসিম দাবি করেছে যে,'সব জানতেন পুরসভার এক ইঞ্জিনিয়ার!'
আরও পড়ুন, Debangshu Bhattacharya: 'অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর বাড়ি এসেছেন,' জানালেন দেবাংশু! আসল গল্প অন্য...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)