ইডির আতশ কাঁচের তলায় এখন কেকেআর- রোজভ্যালি চুক্তি

চিটফান্ড কেলেঙ্কারিতে এবার উঠে এল কলকাতা নাইট রাইডার্সের নাম। ইডির আতশ কাঁচের তলায় এখন কেকেআর-রোজভ্যালি চুক্তি। ২০১২ ও ২০১৩ কেকেআরকে স্পনসর করেছিল রোজভ্যালি। ইডি সূত্রে খবর, সেই লেনদেনের হিসেবে ধরা পড়েছে গরমিল।

Updated By: Sep 28, 2014, 04:30 PM IST
ইডির আতশ কাঁচের তলায় এখন কেকেআর- রোজভ্যালি চুক্তি

ওয়েব ডেস্ক: চিটফান্ড কেলেঙ্কারিতে এবার উঠে এল কলকাতা নাইট রাইডার্সের নাম। ইডির আতশ কাঁচের তলায় এখন কেকেআর-রোজভ্যালি চুক্তি। ২০১২ ও ২০১৩ কেকেআরকে স্পনসর করেছিল রোজভ্যালি। ইডি সূত্রে খবর, সেই লেনদেনের হিসেবে ধরা পড়েছে গরমিল।

স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে ইতিমধ্যেই কলঙ্কিত আইপিএল। এবার কি চিটফান্ড কেলেঙ্কারির কাদাও কি লাগতে চলেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টুয়েন্টি টুর্নামেন্টের গায়ে? তেমনটাই সন্দেহ ইডির তদন্তকারীদের। সন্দেহের মূলে কেকেআর-রোজভ্যালি চুক্তি।

কেকেআর-র মূল সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্টের সঙ্গে চুক্তির প্রতিলিপি ইডিকে দিয়েছে রোজভ্যালি। তার থেকে জানা গেছে,

২০১২-১৩ সালে আইপিএলের পাঁচ ও ছয় সংস্করণে কেকেআরকে স্পনসর করেছিল রোজভ্যালি

 চুক্তি অনুযায়ী জার্সিতে রোজভ্যালির লোগো লাগিয়ে খেলেছিলেন কেকেআর ক্রিকেটাররা

ইডেনে রোজভ্যালির জন্য ২৫ আসনের হসপিটালিটি বক্সও তৈরি করেছিল কেকেআর কর্তৃপক্ষ

মন্দারমণি, লাটাগুড়ি ও পোর্টব্লেয়ারে রোজভ্যালির তিনটি রিসর্টের বিজ্ঞাপনী ছবিতে অভিনয় করেন শাহরুখ ও তিন বিদেশি কেকেআর ক্রিকেটার। ছবিটি তৈরি করেছিলেন চিত্রনির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী

এই পর্যন্ত চুক্তিকে কোনও জটিলতা নেই। চুক্তির টাকার হিসেব খতিয়ে দেখতে গিয়েই ধরা পড়ে বিস্তর গরমিল।

আইপিএল পাঁচ ও ছয়ে স্পনসরশিপ বাবদ কেকেআরকে মোট ১২ কোটি টাকা দিয়েছিল রোজভ্যালি

আইপিএল পাঁচে সাড়ে পাঁচ কোটি ও আইপিএল ছয়ে সাড়ে ছয় কোটি টাকা দেওয়া হয়

কিন্তু, কোন অ্যাকাউন্ট থেকে ওই টাকা দেওয়া হয়েছিল তা বলতে পারেননি রোজভ্যালির কর্মকর্তারা

সূত্রের খবর, ওই লেনদেনের একটা বড় অংশই হয়েছিল নগদে

রোজভ্যালি রিসর্টের বিজ্ঞাপনী ছবি তৈরি করতেও বেশ কয়েক কোটি টাকা খরচ হয়েছিল

বিজ্ঞাপনী ছবিতে খরচ হওয়া টাকাও হিসেব পাননি তদন্তকারীরা

এই গরমিলের সুলুক সন্ধানেই পুজোর পর রেড চিলিজ কর্তাদের তলব করেছেন ইডির তদন্তকারীরা।

 

.