শহরের উত্তর থেকে দক্ষিণ, খুঁটি পুজো দিয়ে শুরু উত্সবের

পুজোর প্রস্তুতিতে কোমর বেধে নেমে পড়ছেন উদ্যোক্তারা।  শহরের উত্তর থেকে দক্ষিণ খুঁটি পুজো দিয়ে শুরু উত্সবের। কোথাও হাজির নেতা-মন্ত্রীরা। কোথাও আবার উদ্যোক্তারা নিজেরাই সেরে ফেললেন উত্সবের শুভ মহরত্। আশ্বিনের শুরতেই এবার আসবেন দেবী দুর্গা....অন্যবারের থেকে একটু আগেই। তাই পুজো উদ্যোক্তাদের ব্যস্ততাও এবার একটু আগে থেকেই শুরু হয়েছে। আর শুরুতেই  নিজেদের খুঁটির জোর মেপে নেওয়ার পালা। তাই রবিবার শহরের এদিক-ওদিক অনেক উদ্যোক্তাই সেরে ফেললেন খুঁটি পুজো। যাকে বলে উত্সবের ওয়ার্মআপ। ভবানীপুরে চক্রবেড়িয়া সার্বজনীনের উদ্যোক্তারা রবিবারই সেরে নিলেন পুজোর প্রথম প্রস্তুতি। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ার পার্সন মালা রায়। হরিদেবপুর বিবেকান্দ পার্ক অ্যাথলেটিকস ক্লাবের খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়।

Updated By: Jul 9, 2017, 09:05 PM IST
 শহরের উত্তর থেকে দক্ষিণ, খুঁটি পুজো দিয়ে শুরু উত্সবের

ওয়েব ডেস্ক: পুজোর প্রস্তুতিতে কোমর বেধে নেমে পড়ছেন উদ্যোক্তারা।  শহরের উত্তর থেকে দক্ষিণ খুঁটি পুজো দিয়ে শুরু উত্সবের। কোথাও হাজির নেতা-মন্ত্রীরা। কোথাও আবার উদ্যোক্তারা নিজেরাই সেরে ফেললেন উত্সবের শুভ মহরত্। আশ্বিনের শুরতেই এবার আসবেন দেবী দুর্গা....অন্যবারের থেকে একটু আগেই। তাই পুজো উদ্যোক্তাদের ব্যস্ততাও এবার একটু আগে থেকেই শুরু হয়েছে। আর শুরুতেই  নিজেদের খুঁটির জোর মেপে নেওয়ার পালা। তাই রবিবার শহরের এদিক-ওদিক অনেক উদ্যোক্তাই সেরে ফেললেন খুঁটি পুজো। যাকে বলে উত্সবের ওয়ার্মআপ। ভবানীপুরে চক্রবেড়িয়া সার্বজনীনের উদ্যোক্তারা রবিবারই সেরে নিলেন পুজোর প্রথম প্রস্তুতি। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ার পার্সন মালা রায়। হরিদেবপুর বিবেকান্দ পার্ক অ্যাথলেটিকস ক্লাবের খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়।

আরও পড়ুন হেয়ারস্ট্রিট গুলিকাণ্ডের দ্রুত কিনারা করে ফেলল পুলিস

কুঁদঘাট প্রগতি সঙ্ঘে এবার থিমের সঙ্গে জুটি বাধছে সাবেকিয়ানা। পাড়ার ছোট বড় সকলে মিলে সেরে ফেললেন উত্সবের প্রস্তুতি। রবিবার আনুষ্ঠানিকযভাবে পুজোর প্রস্তুতি সেরে ফেলল করবাগান সার্বজনীন আর কুমোরটুলি সার্বজনীন। খুঁটি পুজোর পাশাপাশি রক্তদান শিবিরেরও আয়োজন করেন কুমোরটুলির পুজো উদ্যোক্তারা।

আরও পড়ুন  চিকিত্সকদের নিরাপত্তায় নয়া অ্যাপস

.