যাদবপুরে অচলাবস্থা কাটাতে স্বরাষ্ট্র সচিবের কাছে ফের রিপোর্ট চেয়ে পাঠালেন রাজ্যপাল

Updated By: Nov 19, 2014, 11:26 PM IST
যাদবপুরে অচলাবস্থা কাটাতে স্বরাষ্ট্র সচিবের কাছে ফের রিপোর্ট চেয়ে পাঠালেন রাজ্যপাল

যাদবপুরের উপাচার্য অভিজিত চক্রবর্তীতেই আস্থা রেখেছিলেন রাজ্যপাল। কিন্তু ছাত্রছাত্রীদের আস্থা অর্জনে ব্যার্থ বিতর্কিত উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা থেকে গণভোটের  তারই  প্রমাণ। আর এসবেরই পরিণতিতে যাদবপুর নিয়ে বিচলিত রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। স্বরাষ্ট্র সচিবের কাছে ফের বিশদে ১৬ তারিখ নিয়ে রিপোর্ট চেয়ে পাঠালেন তিনি।

গণভোটের রেজাল্টে যাদবপুরের অধিকাংশ ছাত্রই বুঝিয়ে দিয়েছেন উপাচার্য হিসেবে অভিজিত্‍ চক্রবর্তীকে তারা চান না। গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে বলে  মন্তব্য এড়িয়ে গেলেও যাদবপুরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে যথেষ্ট উগ্বিগ্ন রাজ্যপাল। শিক্ষাক্ষেত্রে যেসব প্রতিষ্ঠানের জন্য রাজ্য বিদেশেও পরিচিত তার মধ্যে যাদবপুর অন্যতম । সেই অবস্থায় দাঁড়িয়ে  প্রায় গত দুমাস ধরে যাদবপুরে চলতে থাকা অচলাবস্থা রাজ্যের মুখ পুড়িয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে  রাজ্যপালও যথেষ্ট উদ্বিগ্ন ।  রাজ্যপালই অভিজিত চক্রবর্তীকে স্থায়ী উপাচার্য করেছেন। ফলে অনেকেই মনে করেন অস্থিরতার দায় তাঁরও। স্বরাষ্ট্রসচিবের কাছে রাজ্যপাল জানতে চেয়েছেন---

১৬ সেপ্টেম্বর রাতে ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছিল? কেন আন্দোলন হচ্ছিল? আন্দোলনকারীদের পরিচয় কী? কেন পুলিস ডাকা হয়েছিল? পুলিস ঢুকে কী পরিস্থিতি দেখেছিল? এইসব নিয়ে ফের বিশদে রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল। অনেকেই মনে করছেন পুলিশ ঢোকানো নিয়ে  উপাচার্যের দাবি কতটা সত্যি- সবটাই ফের নতুনকরে বুঝতে চাইছেন রাজ্যপাল।

 

.