সিবিআইয়ের জেরার মুখে এবার রাজ্যের একঝাঁক হেভিওয়েট নেতা, মন্ত্রী
সিবিআইয়ের জেরার মুখে এবার রাজ্যের একঝাঁক হেভিওয়েট নেতা, মন্ত্রী। ইতিমধ্যেই ডাক পড়েছে মদনমিত্র, শ্যামাপদ মুখার্জির। সেই তালিকায় এবার জুড়ে গেল সোমেন মিত্রের নাম। শোনা যাচ্ছে ডাকা হতে পারে অসীম দাশগুপ্তকেও।
ওয়েব ডেস্ক: সিবিআইয়ের জেরার মুখে এবার রাজ্যের একঝাঁক হেভিওয়েট নেতা, মন্ত্রী। ইতিমধ্যেই ডাক পড়েছে মদনমিত্র, শ্যামাপদ মুখার্জির। সেই তালিকায় এবার জুড়ে গেল সোমেন মিত্রের নাম। শোনা যাচ্ছে ডাকা হতে পারে অসীম দাশগুপ্তকেও।
সিবিআই জেরার মুখে রাজ্যের হেভিওয়েট নেতা মন্ত্রীরা। শুক্রবারই তলব করা হয় পরিবহণ মন্ত্রী মদন মিত্র, বস্ত্রমন্ত্রী শ্যামাপদ মুখার্জি ও তৃণমূল সাংসদ সৃঞ্জয় বসুকে। ওই দিনই এবার তলব করা হল কংগ্রেস নেতা সোমেন মিত্রকে। যদিও তার কাছে এ সংক্রান্ত কোনও চিঠি আসেনি বলে জানিয়েছেন কংগ্রেস নেতা সোমেন মিত্র।
তদন্তে CBI জানতে পেরেছে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার ওরফে নিতুর সঙ্গে সুদীপ্ত সেনের আর্থিক লেনদেনের বিষয়টি জানতেন সোমেন মিত্র।
কলেজ স্ক্যোয়ারের দুর্গাপুজো এবং আর্মহার্স্ট স্ট্রিটের কালীপুজোয় সারদার বিজ্ঞাপন ব্যবহার হয়েছিল কলেজ স্ক্যোয়ারের পুজো সোমেন মিত্রের পুজো বলেই পরিচিত। পুজো দুটির মূল উদ্যোক্তা ছিলেন সোমেন ঘনিষ্ঠ বাদল ভট্টাচার্য। এই নিয়ে কয়েক মাস আগেই বাদল ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেন CBI আধিকারিকরা। তদন্তের স্বার্থে সিবিআই কাউকে ডাকতেই পারে। মন্তব্য কংগ্রেস নেতা মানস ভুঁইঞার।
শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। চব্বিশ ঘণ্টাকে পরিবহণমন্ত্রী জানিয়েছেন, চিঠি পেয়েছি। আমি হাসপাতালে ভর্তি, সুস্থ হলেই যাব। ডাক্তার যখন ছাড়বে তখনই যাব। সবরকম সহযোগিতা করব।
পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জির অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এগোচ্ছে সিবিআই। সিবিআই সূত্রের খবর,প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তকেও ডাকা হতে পারে।