প্রাইমারি পাঠক্রমেও এবার 'কন্যাশ্রী' পড়ানোর ভাবনা
এবার কন্যাশ্রী প্রকল্প আসতে পারে প্রাইমারি স্কুলের পাঠক্রমেও। প্রাথমিক স্তরে ছাত্রছাত্রীদের কন্যাশ্রী পড়ানোর ভাবনাচিন্তা শুরু হয়ে গেল। রাজ্যের সিলেবাস কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়ে গিয়েছে।
ওয়েব ডেস্ক : এবার কন্যাশ্রী প্রকল্প আসতে পারে প্রাইমারি স্কুলের পাঠক্রমেও। প্রাথমিক স্তরে ছাত্রছাত্রীদের কন্যাশ্রী পড়ানোর ভাবনাচিন্তা শুরু হয়ে গেল। রাজ্যের সিলেবাস কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়ে গিয়েছে।
এখন পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানো হয় কন্যাশ্রী। রাষ্ট্রসঙ্ঘে এই প্রকল্প সম্মানিত হওয়ার পর এবার প্রাথমিক স্তরেও কন্যাশ্রীর পড়ানো নিয়ে উদ্যোগী রাজ্য। নেদারল্যান্ডসের দ্য হেগে আয়োজিত রাষ্ট্রসংঘের জন পরিষেবায় ৬৩টি দেশের ৫৫২টি প্রকল্পকে পিছনে ফেলে প্রথম পুরস্কার জিতে নিয়েছে কন্যাশ্রী। আর তারপরই শুরু হয়েছে তোড়জোড়।
আরও পড়ুন, কন্যাশ্রী প্রকল্পের টাকার 'নয় ছয়', হদিশ নেই লক্ষ লক্ষ টাকার