কামদুনির পরিবারকে চাকরি ও ১ লক্ষ টাকা দিল রাজ্য, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে রাজি বাবা-মাও

অবশেষে কামদুনির নির্যাতিতার পরিবারকে পাশে পেল রাজ্য। সরকারের দেওয়া চাকরি নিতে রাজি হয়েছেন নির্যাতিতার ভাই। একইসঙ্গে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এক লক্ষ টাকা দেওয়া হয়েছে পরিবারকে। এ কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আজই মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন নির্যাতিতার বাবা, মা এবং ভাই। বৈঠকের পর তাঁরা জানিয়েছিলন, কামদুনির ঘটনার দ্রুত বিচার এবং দোষীদের শাস্তির দাবি মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছেন তাঁরা। মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বস্ত করেন বলেও জানিয়েছিলেন পরিবারের সদস্যরা। তবে রাতের দিকে চাকরি এবং আর্থিক সহায়তার কথা জানান খাদ্যমন্ত্রী।

Updated By: Sep 28, 2013, 09:19 PM IST

অবশেষে কামদুনির নির্যাতিতার পরিবারকে পাশে পেল রাজ্য। সরকারের দেওয়া চাকরি নিতে রাজি হয়েছেন নির্যাতিতার ভাই। একইসঙ্গে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এক লক্ষ টাকা দেওয়া হয়েছে পরিবারকে। এ কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আজই মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন নির্যাতিতার বাবা, মা এবং ভাই। বৈঠকের পর তাঁরা জানিয়েছিলন, কামদুনির ঘটনার দ্রুত বিচার এবং দোষীদের শাস্তির দাবি মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছেন তাঁরা। মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বস্ত করেন বলেও জানিয়েছিলেন পরিবারের সদস্যরা। তবে রাতের দিকে চাকরি এবং আর্থিক সহায়তার কথা জানান খাদ্যমন্ত্রী।

.