Kalbaishakhi In Kolkata: কালবৈশাখীর দাপটে প্রবল বৃষ্টি কলকাতায়, গাছ পড়ে বহু জায়গায় বন্ধ যান চলাচল
ঝড়ের দাপটে কাবু হতে পারে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুর
নিজস্ব প্রতিবেদন: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী কালবৈশাখীর দাপটে তোলপাড় কলকাতা। ফোর্ট উইলিয়াম থেকে দেশপ্রিয় পার্ক, সিজিও কমপ্লেক্স থেকে হিন্দুস্থান পার্কের সামনে গাছ পড়ে অবরুদ্ধ হয়ে পড়ল রাস্তা। এছাড়াও বহু জায়গা যানবাহনের উপরে পড়ল গাছ। কলকাতায় ঝড়ের সর্বোচ্চ গতি ছিল ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
এদিকে, ঝড় বৃষ্টির দাপটে বিমান চলাচল ব্যহত হল কলকাতা বিমানবন্দরে। এছাড়াও কলকাতা মেট্রোর লাইনে গাছ পড়ে উত্তমকুমার থেকে গড়িয়াগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে গেল।
পূর্বাভাস ছিল, ওই ঝড়ের দাপটে কাবু হতে পারে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুর। ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার। বিকেল চারটের পরই পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় শুরু হয়েছে বৃষ্টি।
আবহাওয়া দফতর সূত্রে খবর ছিল, বিকেল সাড়ে চারটে নাগাদ ২-৩ ঘণ্টার মধ্যে কলকাতা ও সন্নিহিত ওইসব জেলায় বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলাগুলির মধ্যে রয়েছে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও পূর্ব বর্ধমানে। হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। বজ্রপাতের সম্ভাবনা থাকায় মানুষজনকে নিরাপদ স্থানে থাকার কথা বলা হয়েছে।
কালবৈশাখী ২-৩ ঘণ্টার মধ্যে আসার কথা থাকলেও বিকেল সাড়ে চারটে নাগাদ ময়দান চত্বর কালো মেঘে ঢেকে যায়। চারদিক অন্ধকার হয়ে আসে। পাশাপাশি শুরু হয়ে দমকা হাওয়া ও প্রবল বৃষ্টি। ইডেনে প্লে অফের ম্যাচ ছিল। পরিস্থিতি দেখে পুরো মাঠ ঢেকে ফেলা হয়। কিন্তু ঝড় বৃষ্টি শুরু হতে বারবার মাঠের ত্রিপল উড়ে যায়।
আরও পড়ুন- দুর্নীতি-মামলায় জেরবার রাজ্য সরকার, বাতিল শিক্ষামন্ত্রী ব্রাত্যর লন্ডন সফর