যাদবপুরে উপাচার্যের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসের বাইরে অধ্যাপকদের মানববন্ধন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের ওপর পুলিসি নির্যাতনের ঘটনার পর দুমাস কেটে গেছে। উপাচার্যের পদত্যাগের দাবিতে এবার ক্যাম্পাসের বাইরেও আন্দোলনে নামলেন জুটার সদস্য অধ্যাপকরা।  ছাত্রদের আন্দোলনও যথারীতি অব্যাহত।

Updated By: Nov 17, 2014, 05:56 PM IST
যাদবপুরে উপাচার্যের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসের বাইরে অধ্যাপকদের মানববন্ধন

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের ওপর পুলিসি নির্যাতনের ঘটনার পর দুমাস কেটে গেছে। উপাচার্যের পদত্যাগের দাবিতে এবার ক্যাম্পাসের বাইরেও আন্দোলনে নামলেন জুটার সদস্য অধ্যাপকরা।  ছাত্রদের আন্দোলনও যথারীতি অব্যাহত।

১৬ই সেপ্টেম্বর রাতের সেই বিভীষিকা আজও ভুলতে পারেননি যাদবপুরের পড়ুয়ারা। ক্যাম্পাসে পুলিস ঢুকিয়ে ছাত্র পেটানোর অভিযোগে উপাচার্য অভিজিত্‍ চক্রবর্তীকে কাঠগড়ায় তোলা হয়। তাঁর  ইস্তফার দাবিতে পরদিন থেকেই শুরু হয় আন্দোলন। ছাত্রদের পাশাপাশি জুটার ব্যানারে অধ্যাপকরাও নামেন আন্দোলনে। গণভোটের ফলাফলে উপাচার্যের বিরুদ্ধে পড়ুয়াদের রায় ইতিমধ্যেই আরও স্পষ্ট হয়েছে। সোমবার ক্যাম্পাসের বাইরে অধ্যাপকদের মানববন্ধন আন্দোলনে নতুন মাত্রা যোগ করল।  

ইস্তফা নিয়ে উপাচার্য অবশ্য এখনও অনড়। সোমবার বিশ্ববিদ্যালয়ে এসে আধঘণ্টা থেকেই বেরিয়ে যান তিনি। অরবিন্দ ভবনের সামনে ছাত্রছাত্রীদের পূর্বঘোষিত বিক্ষোভও  অবশ্য এদিন হয়নি।

ছাত্র আন্দোলন নিয়ে ভিন্ন মতও অবশ্য শোনা গেল।

ছাত্রছাত্রীদের অভিযোগ, বিক্ষোভ এড়াতেই এদিন উপাচার্য চলে যান সল্টলেক ক্যাম্পাসে। পরে অবশ্য এইট বি বাসস্ট্যান্ডের কাছে উপাচার্যের ইস্তফার দাবিতে বিক্ষোভ দেখান পড়ুয়ারা।

 

.