JU Student Death: গ্রেফতারির পরও ঔদ্ধত্য! মিডিয়াকে মধ্যমা যাদবপুরকাণ্ডে ধৃতের

যাদবপুরকাণ্ডে ধরপাকড় অব্যাহত। ৯ জনকে গ্রেফতার করা হয়েছিল আগেই। সেই তালিকায় এবার আরও ৩। পুলিস সূত্রে খবর, ধৃতেরা হলেন নাসিম আখতার, হিমাংশু কর্মকার ও সত্যব্রত রাই। নাসিম  ও হিমাংশু যাদবপুরের প্রাক্তন ছাত্র। 

Updated By: Aug 19, 2023, 01:29 PM IST
JU Student Death: গ্রেফতারির পরও ঔদ্ধত্য! মিডিয়াকে মধ্যমা যাদবপুরকাণ্ডে ধৃতের
নিজস্ব চিত্র

জি ২৪ ঘণ্টা ডীজিটাল ব্যুরো: গ্রেফতারির পরও ঔদ্ধত্য। সামান্যতম অনুশোচনার প্রশ্ন নেই যাদবপুরকাণ্ডে অন্যতম ধৃতের। মিডিয়ার ক্যামেরা দেখে মধ্যমা দেখালেন যাদবপুরকাণ্ডে অন্যতম ধৃত। শুক্রবারই তিনজনকে গ্রেফতার করা হয়। মেডিক্যাল করাতে নিয়ে যাওয়ার সময় মিডিয়ার দিকে আঙুল দেখিয়ে ইঙ্গিত। এ কেমন আচরণ? সেই নিয়ে উঠছে প্রশ্ন।

শুক্রবার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরে তিন জনকে গ্রেফতার করা হয় যাদের মধ্যে দুই জন প্রাক্তনি এবং একজন বর্তমান পড়ুয়া।

আরও পড়ুন: kolkata: বিজেপি করার অপরাধে বাড়িতে বুলডোজার! বড়তলা থানায় অভিযোগ দায়ের

পুলিস সূ্ত্রে খবর, সেদিন ঘটনার সময়ে উপস্থিত ছিলেন ২ জন। ঘটনার সঙ্গে যোগসূত্র পাওয়া গিয়েছে তাঁদের। গ্রেফতারির সঙ্গে সংখ্যা বেড়ে হল ১২।

যাদবপুরকাণ্ডে ধরপাকড় অব্যাহত। ৯ জনকে গ্রেফতার করা হয়েছিল আগেই। সেই তালিকায় এবার আরও ৩। পুলিস সূত্রে খবর, ধৃতেরা হলেন নাসিম আখতার, হিমাংশু কর্মকার ও সত্যব্রত রাই। নাসিম  ও হিমাংশু যাদবপুরের প্রাক্তন ছাত্র।

আরও পড়ুন: JU Student Death | Sourav Ganguly: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনা লজ্জার'!

৯ অগস্ট হস্টেলে ৩ তলা থেকে নিচে পড়ে যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক পড়ুয়া। পরের দিন, ১০ অগস্ট হাসপাতালে মৃত্যু হয়। লালবাজার সূত্রে খবর, সেই ঘটনার হস্টেল ছেড়ে চলে গিয়েছিলেন দুই প্রাক্তনী নাসিম ও হিমাংশু। বর্তমান পড়ুয়া সতব্রত্য অবশ্য হস্টেলেই ছিলেন। এদিন নোটিশ পাঠিয়ে ৩ জনকেই ডেকে পাঠানো হয়। দীর্ঘক্ষণ ধরে চলে জিজ্ঞাসাবাদ। শেষ পর্যন্ত গ্রেফতার করা হয় তাঁদের।   

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.