মানসিক হাসপাতালে দীর্ঘকালীন চিকিৎসায় সুস্থ হতে পারেন দিলীপ: CPI(ML) লিবারেশন
ঐশীর আঘাতের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি।
নিজস্ব প্রতিবেদন: JNU ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের আঘাত নিয়ে প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। বলেছেন,''রক্ত নাকি রং, তা পরীক্ষা করে দেখা দরকার।'' মেয়ের মনের জোর ভেঙে দিতে দিলীপ এমন মন্তব্য করেছেন বলে মনে করেন ঐশীর মা। সিপিআই (এমএল) লিবারেশনের পার্থ ঘোষ বিবৃতি জারি করে কটাক্ষ করেছেন, ঐশী ঘোষের রক্ত নিয়ে তদন্তের পরিবর্তে দিলীপ ঘোষের মস্তিষ্কের চিকিৎসা প্রয়োজন।
রবিবার জেএনইউ ক্যাম্পাসে ঢোকে একশো জনের মুখোশধারী একটি দল। তাদের লোহার রডের আঘাতে গুরুতর জখম হন জেএনইউ-র ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ। তাঁর মাথায় পড়েছে ১৬টি সেলাই। তার ২৪ ঘণ্টা কাটার আগে সাংবাদিক বৈঠকে অসুস্থ শরীরেও আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দিয়েছেন ঐশী। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ঐশীর উপরে আঘাতকে নাটক বলে অভিহিত করেছেন দিলীপ ঘোষ। বলেছেন, ''একজনের মাথায় রক্ত পড়েছে নাকি লাল রং দেওয়া হয়েছে, সেটা এখনও পরীক্ষা করা হয়নি। যাদবপুরে মন্ত্রীকে পেটানো হল, আমাদের নেত্রীকে মারা হল। এখানে মনে হচ্ছে বিরাট কিছু হয়েছে। ঐশী ঘোষকে মাথায় ব্যান্ডেজ বেঁধে দেখানো হচ্ছে। একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে দুষ্কৃতীদের নেতৃত্ব দিয়েছেন ঐশী।''
তার পালটা বিবৃতি দিয়ে সিপিআই (এমএল) লিবারেশন বিবৃতি দিয়ে জানিয়েছে,''নাগপুরের বিদ্যালয়ে 'প্রশিক্ষিত' আর এস এসের স্বয়ংসেবক দিলীপ ঘোষের এই মন্তব্য অস্বাভাবিক নয়। এই ধরনের মানুষ কমিউনিস্টদের উপর হামলার প্রত্যক্ষ ওকালতি করে। ঐশী ঘোষের রক্ত নিয়ে তদন্তের পরিবর্তে দিলীপ ঘোষের মস্তিষ্কের চিকিৎসা প্রয়োজন। মানসিক হাসপাতালে ভর্তি করে দিলীপ বাবুর দীর্ঘকালীন চিকিৎসা হলে সুস্থ হলেও হতে পারেন। না হলে আরও উন্মাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও একজন সাংসদ উন্মাদ হোক, গণতন্ত্রের পক্ষে তা ভাল নয়।''
তারা আরও জানিয়েছে,''দেশজুড়ে ছাত্র ছাত্রীদের উত্তাল গণ আন্দোলনে ভয় পেয়েছে কেন্দ্রীয় সরকার, বিজেপি ও আরএসএস। খুব স্বাভাবিক যে শাসক দলের নেতানেত্রীরা আন্দোলনকে হেয় করার জন্য, অপবাদ দেওয়ার জন্য কুৎসিত অপপ্রচার করবে, কুৎসা করবে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অপরাধ জগতের ভাষা ব্যবহারে পারদর্শী এবং প্রশিক্ষিত।''
আরও পড়ুন- দরকার হলে আবার অ্যাম্বুল্যান্স আটকাব, সমালোচনার পরেও অনড় দিলীপ