সীমান্ত টপকে ভারতে ১৫ Jamat জঙ্গি, টার্গেট কারা? জেরায় মিলল বিস্ফোরক তথ্য

ধৃত তিন JMB জঙ্গির ১৪ দিনের পুলিসি হেফাজত। 

Updated By: Jul 13, 2021, 01:14 PM IST
সীমান্ত টপকে ভারতে ১৫ Jamat জঙ্গি, টার্গেট কারা? জেরায় মিলল বিস্ফোরক তথ্য

নিজস্ব প্রতিবেদন: একজন-দু’জন নয় বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেছে ১৫ জন জেএমবি জঙ্গি। সূত্রের খবর, ধৃত তিন JMB জঙ্গিকে জেরায় এমনই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছেন তদন্তকারীরা। যদিও বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ কলকাতা পুলিসের STF। তাঁদের বক্তব্য, 'এমন কোনও তথ্য নেই।' 

সূত্রের খবর, সীমান্ত টপকে ভারতে ঢুকে কয়েকজন এ রাজ্যে গা ঢাকা দিলেও, বাকি জেএমবি জঙ্গি পালিয়ে গিয়েছে জম্মু-কাশ্মীর, ওড়িশায়। বর্তমানে হন্যে হয়ে পলাতক জেএমবি জঙ্গিদের খোঁজ শুরু করেছে কলকাতা পুলিসের এসটিএফ। ধৃত নাজিউর রহমান ওরফে জোসেফ, মিকাইল খান ওরফে শেখ সাবির এবং রবিউল ইসলামকে রবিবার থেকেই ম্যারাথন জেরা করেছেন তদন্তকারীরা। তাঁরা জানতে পেরেছেন, এ রাজ্যে জঙ্গিদের থাকা-খাওয়ার জন্য অর্থের জোগান দিত জামাতের রবারি উইং বা ডাকাতি শাখা। যার প্রধান হুজি লিডার আল আমিন। ধৃত নাজিবুর অস্ত্র পাঠাতো আল আমিনকে।

আরও পড়ুন: গ্রেফতারির আগেই পলাতক আরও এক JMB জঙ্গি, Exclusive ছবি Zee ২৪ ঘণ্টায়

আরও পড়ুন: হাতে I-PAC-এর রিপোর্ট কার্ড, ২০২৪-এর লক্ষ্যে জেলা সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী তৃণমূল

জানা গিয়েছে, হরিদেবপুরে জঙ্গি সেলিম মুন্সির বাড়িতে আশ্রয় নিয়েছিল ধৃতরা। শেখ শাকিল ওরফে সেলিম মুন্সি তিন জনকে জাল আধার কার্ড বানাতে সাহায্য করেছিল। বর্তমানে পলাতক সেলিম মুন্সিরও খোঁজ চালাচ্ছে STF। ধৃতদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, স্লিপার সেল তৈরির জন্য কলকাতায় বেশ কয়েকটি ব্যাঙ্ক, বড় গয়নার শো রুমে ডাকাতির পরিকল্পনা ছিল তাদের। ফেড়িওয়ালা ছদ্মবেশে ঘুরে ঘুরে কলকাতার বিভিন্ন এলাকা রেইকি করত তারা। ব্যাঙ্ক, গয়নার দোকানের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তথ্য জোগাড় করত। এরা সকলেই জামাতের রবারি উইংয়ের সদস্য।

.