Jitendra Tiwari: কলকাতায় আনা হল জিতেন্দ্রকে, ভর্তির প্রয়োজন নেই জানাল SSKM হাসপাতাল
হাসপাতাল সূত্রে খবর, জিতেন্দ্র চিকিৎসকদের জানিয়েছেন গত ২ দিন ধরে তাঁর পেটের ডান দিকে ব্যথা হচ্ছে। পাশাপাশি তাঁর শ্বাসকষ্টও রয়েছে বলে জানানো হয়। সেই মতো প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর জিতেন্দ্রের তিনবার ট্রপ-টি (হৃদযন্ত্রের সমস্যা খতিয়ে দেখার জন্য) করা হয়েছে। কিন্তু তিন বারই নেগেটিভ এসেছে রিপোর্ট।
মনজ মন্ডল: প্রথমিক চিকিৎসার পর এসএসকেএম হসপিটালে ভর্তি নিলো না কম্বলকাণ্ডে ধৃত জিতেন্দ্র তিওয়ারিকে। তাঁর শারীরিক অসুস্থতা এমন নয় যে ভর্তি নিতে হবে। চিকিৎসকরা এমনই জানিয়েছেন বলে সূত্রের খবর।
বুধবার আসানসোল সংশোধনাগারে অসুস্থ হয়ে পড়েছিলেন কম্বলকাণ্ডে ধৃত জিতেন্দ্র। সঙ্গে সঙ্গেই তাঁকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার তাঁকে নিয়ে আসা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। প্রাথমিক ভাবে তাঁকে হাসপাতালের পুলিস সেলে রাখা হয়।
হাসপাতাল সূত্রে খবর, জিতেন্দ্র চিকিৎসকদের জানিয়েছেন গত ২ দিন ধরে তাঁর পেটের ডান দিকে ব্যথা হচ্ছে। পাশাপাশি তাঁর শ্বাসকষ্টও রয়েছে বলে জানানো হয়। সেই মতো প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর জিতেন্দ্রের তিনবার ট্রপ-টি (হৃদযন্ত্রের সমস্যা খতিয়ে দেখার জন্য) করা হয়েছে। কিন্তু তিন বারই নেগেটিভ এসেছে রিপোর্ট।
সার্জারির চিকিৎসক বিজেপি নেতাকে দেখে গিয়েছেন। এছাড়াও তাঁকে দেখেছেন মেডিসিনের চার জন ও কার্ডিয়োলজির দুই জন চিকিৎসক। তার পরেই জিতেন্দ্রকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সময় বলা হয় জিতেন্দ্রর করোনারি এ্যাজিওগ্রাফি সার্জারি করতে হবে। সেই কারণেই ক্যাথলাব ও সিটিভিএস সুবিধাযুক্ত ভাল হাসপাতালে তাঁকে রেফার করা হয় বলে খবর।
বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁকে কলকাতা নিয়ে আসার সময় চরম উত্তেজনা ছড়ায়। অনেক টালবাহানার পরে অবশেষে রাত দেড়টার সময় কম্বলকাণ্ডে ধৃত বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারিকে নিয়ে এ্যাম্বুলেন্স রওনা দেয় কলকাতার উদ্দেশ্য। তার আগে তিনি এ্যাম্বুলেন্সের মধ্যে চূড়ান্ত উত্তেজিত হয়ে পড়েন। তিনি এ্যাম্বুলেন্সের বাইরে গেটের কাছে চিৎকার করতে থাকেন। তিনি উত্তেজিত হয়ে চিৎকার করে বলেন, এখানে তাঁকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছে। তিনি কর্তব্যরত পুলিসদের উদ্দেশ্য বলেন এতক্ষণ কী করছিলেন, আমার এখানে কোনও চিকিৎসা হয় নি। এখানে ফেলা রাখা হয়। পুলিসকে তিনি বলেন, আপনারা টিএমসির চামচাবাজি করুন।
আরও পড়ুন: Panchayet Election: রাজ্যে পঞ্চায়েত ভোট কবে? এবার মামলা গড়াল সুপ্রিম কোর্টে....
রাত ১০.১০ মিনিটে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে রেফার করলেও সাড়ে তিন ঘন্টা লেগে যায় বর্ধমান হাসপাতাল থেকে রওনা দিতে। কড়া পুলিসি পাহাড়ায় তাকে নিয়ে আসা হয় কলকাতায়।
এদিন রাত ১টা ৪০ মিনিটে বর্ধমান মেডিকেল কলেজ থেকে বেরিয়ে ৪.১০ মিনিটে নাগাদ এসএসকেএমে পৌঁছান জিতেন্দ্র। এসএসকেএম-এর কার্ডিয়লজি এমার্জেন্সি থেকে জিতেন্দ্র তেওয়ারিকে বার করে ইউএসজি করানো হয়। এরপরে ফের তাঁকে নিয়ে আসা হয় কার্ডিয়োলজি বিভাগে।
আরও পড়ুন: Mamata Banerjee: 'আমি জোট বাঁধলে সবাইকে নিয়ে জোট বাঁধব, টুকরো টুকরো হতে দেব না'
তারপরেই প্রথমিক চিকিৎসার পর চিকিৎসকরা জানান ভর্তি নেওয়ার কোন প্রয়োজন নেই। তারপর তাকে এসএসকেএম হাসপাতাল থেকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়।
কলকাতায় পৌঁছে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিতেন্দ্র তিওয়ারি অভিযোগ করেন, আসানসোলে ভালো চিকিৎসা হলেও বর্ধমান মেডিকেল কলেজে বিনা চিকিৎসায় তাঁকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। পাশাপাশি তাঁকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ করেন।
জিতেন্দ্র তেওয়ারিকে, এরপরে এসএসকেএম থেকে বের করে প্রেসিডেন্সি জেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।