পিচ বোঝাই কন্টেনার উল্টে বিদ্যাসাগরে সেতুতে রেকর্ড জ্যাম

পিচ বোঝাই কন্টেনার উল্টে গিয়ে বিপত্তি হাওড়ার বিদ্যাসাগর সেতুতে। ট্যাঙ্কার থেকে তরল পিচ পড়ে যানজটের সৃষ্টি হল। আজ ভোরে বিদ্যাসাগর সেতুর টোল ট্যাক্সের কাছে লরির ধাক্কায় উল্টে যায় একটি  পিচ বোঝাই কন্টেনার। রাস্তায় গড়িয়ে পড়ে কনটেনারের সমস্ত পিচ।

Updated By: Oct 19, 2013, 07:11 PM IST

পিচ বোঝাই কন্টেনার উল্টে গিয়ে বিপত্তি হাওড়ার বিদ্যাসাগর সেতুতে। ট্যাঙ্কার থেকে তরল পিচ পড়ে যানজটের সৃষ্টি হল। আজ ভোরে বিদ্যাসাগর সেতুর টোল ট্যাক্সের কাছে লরির ধাক্কায় উল্টে যায় একটি  পিচ বোঝাই কন্টেনার। রাস্তায় গড়িয়ে পড়ে কনটেনারের সমস্ত পিচ।
রাস্তায় পিচ থাকায় ব্যাহত হয় যান চলাচল। পরে অবশ্য পিচের ওপর বালি ছড়িয়ে অবস্থা আয়ত্তে আনা হয়। শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছন পূর্ত দফতরের কর্মীরা৷। ব্রিজের ওপর রাস্তায় বালি ছড়িয়ে পরিস্থিতি আয়ত্তে আনা হয়।
দ্বিতীয় হুগলি সেতুর ওপর একটি আলকাতরা ভর্তি ট্যাঙ্কারে ধাক্কা মারে একটি লরি। সেতুর টোল প্লাজা পেরোতেই বন্ধ হয়ে যায় আলকাতরা ট্যাঙ্কারটির ইঞ্জিন৷ এরপর একটি লরি দিয়ে সোজা গিয়ে ট্যাঙ্কারটির পিছনে ধাক্কা মারে৷ ট্যাঙ্কারটির পিছনের কল ভেঙে সেতুর একটি লেনে তরল পিচ ছড়িয়ে পড়ে৷ এরপর ওই লেন দিয়ে যাতায়াতকারী সমস্ত গাড়ি আটকে পড়ে৷ সমস্যায় পড়েন বহু যাত্রী৷ পরে আলকতরা ভর্তি ট্যাঙ্কার ও লরির ও খালাসিকে আটক করেছে হেস্টিংস থানার পুলিস৷

.