টিএমসিপি নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে নিলেন জয়পুরিয়ার ছাত্রী

জয়পুরিয়া কলেজে ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় নয়া মোড়। ব্যাঙ্কশাল কোর্টে এফিডেভিট জমা দিয়ে শ্লীলতাহানির অভিযোগ তুলে নিলেন ওই ছাত্রী। ফলে জামিন পেয়ে গেলেন অভিযুক্ত দুই প্রাক্তন টিএমসিপি নেতা। ওই ছাত্রী জানিয়েছে, নিজেদের মধ্যে গোলমাল মিটে যাওয়াতেই অভিযোগ প্রত্যাহার করে নিলেন তিনি।

Updated By: Aug 28, 2013, 06:49 PM IST

জয়পুরিয়া কলেজে ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় নয়া মোড়। ব্যাঙ্কশাল কোর্টে এফিডেভিট জমা দিয়ে শ্লীলতাহানির অভিযোগ তুলে নিলেন ওই ছাত্রী। ফলে জামিন পেয়ে গেলেন অভিযুক্ত দুই প্রাক্তন টিএমসিপি নেতা। ওই ছাত্রী জানিয়েছে, নিজেদের মধ্যে গোলমাল মিটে যাওয়াতেই অভিযোগ প্রত্যাহার করে নিলেন তিনি।
গতকাল দুই ছাত্র নেতা ধীরাজ সোনকর ও ধীমান সরকারের বিরুদ্ধে শ্যামপুকুর থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন কলেজেরই এক ছাত্রী। রাতে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিস। ধৃতদের বিরুদ্ধে ৩৫৪, ৩২৪, ১১৪ মামলা দায়ের হয়। কিন্তু, আজ ব্যাঙ্কশাল কোর্টে গিয়ে এফিডেভিট জমা দেন ওই ছাত্রী। জানান, নিজেদের মধ্যে সমস্যা মিটে যাওয়াতেই অভিযোগ প্রত্যাহার করে নিলেন তিনি।

.