ক্যাম্পাসের ভিতরে সাদা পোশাকের পুলিস মোতায়েন করতে হবে, তবেই কলেজ চালানো সম্ভব!

ক্যাম্পাসের ভিতরে সাদা পোশাকের পুলিস মোতায়েন করতে হবে। তবেই কলেজ চালানো সম্ভব। শ্যামপুকুর থানায় চিঠি দিয়ে জানাল জয়পুরিয়া কলেজ কর্তৃপক্ষ। জয়পুরিয়া কলেজে দুই ছাত্রগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ নতুন কিছু নয়। বহিরাগতদের ঠেকাতে কলেজের গেটে আগেও পুলিস মোতায়েন হয়েছে। কিন্তু, সেই পুলিসের সামনেই মারামারি করেছে ছাত্ররা।

Updated By: Aug 27, 2016, 12:26 PM IST
ক্যাম্পাসের ভিতরে সাদা পোশাকের পুলিস মোতায়েন করতে হবে, তবেই কলেজ চালানো সম্ভব!

ওয়েব ডেস্ক: ক্যাম্পাসের ভিতরে সাদা পোশাকের পুলিস মোতায়েন করতে হবে। তবেই কলেজ চালানো সম্ভব। শ্যামপুকুর থানায় চিঠি দিয়ে জানাল জয়পুরিয়া কলেজ কর্তৃপক্ষ। জয়পুরিয়া কলেজে দুই ছাত্রগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ নতুন কিছু নয়। বহিরাগতদের ঠেকাতে কলেজের গেটে আগেও পুলিস মোতায়েন হয়েছে। কিন্তু, সেই পুলিসের সামনেই মারামারি করেছে ছাত্ররা।

আরও পড়ুন মায়ের জন্মদিনে মায়ের সম্পর্কে সাত-সত্য

পুলিসকে প্রশ্ন করা হলে তারা জানান, ক্যাম্পাসে ঢোকার অনুমতি নেই। এবার তাই ক্যাম্পাসেই পুলিস চেয়ে শ্যামপুকুর থানাকে চিঠি দিয়েও হয়েছে। নিরাপত্তা ছাড়া যে কলেজ চালানো সম্ভব নয়, তা উচ্চশিক্ষা দফতরেও চিঠি দিয়ে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে সোমবার থেকেই কলেজ খোলার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রীর নির্দেশে কলেজে গেছেন উচ্চশিক্ষা অধিকর্তা।

আরও পড়ুন  বাংলাদেশে গুলশন হামলার মাস্টারমাইন্ড তামিম আহমেদ চৌধুরী সহ তিন জঙ্গি খতম

.