শাসক দলের নেতাদের হাতে এবার আক্রান্ত খোদ জেলার
আইনকে বুড়ো আঙুল। প্রেসিডেন্সি জেলের বাইরেই বেআইনি পার্কিংয়ের রমরমা। পার্কিং হঠাতে গিয়ে আক্রান্ত খোদ জেলার। অভিযোগের তির তৃণমূল নেতা প্রতাপ সাহার অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
ওয়েব ডেস্ক: আইনকে বুড়ো আঙুল। প্রেসিডেন্সি জেলের বাইরেই বেআইনি পার্কিংয়ের রমরমা। পার্কিং হঠাতে গিয়ে আক্রান্ত খোদ জেলার। অভিযোগের তির তৃণমূল নেতা প্রতাপ সাহার অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
বেআইনি পার্কিং রুখতে গিয়ে আক্রান্ত প্রেসিডেন্সি সংশোধনাগারের জেলার। কাঠগড়ায় আলিপুরের তৃণমূল নেতা প্রতাপ সাহার অনুগামীরা। যদিও অভিযোগ ভিত্তিহীন বলেই উড়িয়েছে তৃণমূল। দীর্ঘদিন ধরেই জেলের বাইরে বেআইনি পার্কিংয়ের ব্যবসা চালাচ্ছিলেন কিছু তৃণমূল কর্মী। রাজনৈতিক মদত থাকায় বারবার নিষেধ করেও ফল মেলেনি। প্রেসিডেন্সি জেলের মত একটি স্পর্শকাতর জায়গায় পার্কিং বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে।
এই অভিযোগ নিয়েই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন জেল কর্তৃপক্ষ। এরপর মুখ্যমন্ত্রী বেআইনি পার্কিং রুখতে কড়া নির্দেশ দেন প্রশাসনকে। তাতেও কাজ হয়নি। চলছিল পার্কিং। শনিবার সেই বেআইনি পার্কিং হঠাতে গিয়েই তৃণমূল কর্মীদের রোষের মুখে পড়তে হয় জেলারকে। তাকে মারধর করা হয় বলেও অভিযোগ এনেছেন জেলার গণেশ মাইতি।