নারদ মামলায় ইকবালকে জেরায় মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য, দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে

 নারদ মামলায় তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদকে দিনভর ম্যারাথন জেরা করল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, জেরায় স্টিং অপারেশন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। নারদ ভিডিও-তে যে ১২ জনকে টাকা নিতে দেখা যায়, তাঁরা ছাড়া আর কারা ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে টাকা নেন? স্টিং-কাণ্ডের অসম্পাদিত ফুটেজ দেখিয়ে একথা ইকবালের কাছে জানতে চায় সিবিআই। প্রশ্ন করা হয়, নারদ-কর্তা ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে কেন তিনি টাকা নিয়েছিলেন? ম্যাথুকে কোন কোন নেতার কাছে নিয়ে যান তিনি? সিবিআই-এর দ্বিতীয় নোটিসে আজ বেলা এগারোটা নাগাদ নিজাম প্যালেসে পৌছন ইকবাল। সিবিআই-এর ডিআইজি অভয় সিং তাঁকে জেরা করেন। সন্ধে পর্যন্ত চলে জেরা। কাল আবার জেরার জন্য ইকবালকে ডেকেছে সিবিআই। (আরও পড়ুন- দমকলে ঘুষ কালচার বন্ধ করতে কড়া পদক্ষেপ দমকলমন্ত্রীর)

Updated By: Jun 15, 2017, 11:31 PM IST
নারদ মামলায় ইকবালকে জেরায় মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য, দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে

ওয়েব ডেস্ক: নারদ মামলায় তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদকে দিনভর ম্যারাথন জেরা করল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, জেরায় স্টিং অপারেশন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। নারদ ভিডিও-তে যে ১২ জনকে টাকা নিতে দেখা যায়, তাঁরা ছাড়া আর কারা ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে টাকা নেন? স্টিং-কাণ্ডের অসম্পাদিত ফুটেজ দেখিয়ে একথা ইকবালের কাছে জানতে চায় সিবিআই। প্রশ্ন করা হয়, নারদ-কর্তা ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে কেন তিনি টাকা নিয়েছিলেন? ম্যাথুকে কোন কোন নেতার কাছে নিয়ে যান তিনি? সিবিআই-এর দ্বিতীয় নোটিসে আজ বেলা এগারোটা নাগাদ নিজাম প্যালেসে পৌছন ইকবাল। সিবিআই-এর ডিআইজি অভয় সিং তাঁকে জেরা করেন। সন্ধে পর্যন্ত চলে জেরা। কাল আবার জেরার জন্য ইকবালকে ডেকেছে সিবিআই। (আরও পড়ুন- দমকলে ঘুষ কালচার বন্ধ করতে কড়া পদক্ষেপ দমকলমন্ত্রীর)

.