তৃণমূল প্রার্থী নাট্যকার অর্পিতা ঘোষের হয়ে ভোট চাইলেন বুদ্ধিজীবীরা, অর্পিতাকে সমর্থন করে বাম শিবির ছেড়ে শাসকের দিকে পা বাড়ালেন সুবোধ সরকার, অরিন্দম শীল
বাম শিবির ছেড়ে এবার শাসক শিবিরের দিকে পা বাড়ালেন শিল্পী অরিন্দম শীল, কবি সুবোধ সরকার। তৃণমূল কংগ্রেস প্রার্থী নাট্যকার অর্পিতা ঘোষের পাশে বসে তাকে সমর্থনে ভোট দেওয়ার আবেদনও জানালেন। পাশে দেখা গেল মন্ত্রী ব্রাত্য বসু, শুভাপ্রসন্ন ,বিভাস চক্রবর্তী ,স্বাতীলেখা চক্রবর্তীকে।
বাম শিবির ছেড়ে এবার শাসক শিবিরের দিকে পা বাড়ালেন শিল্পী অরিন্দম শীল, কবি সুবোধ সরকার। তৃণমূল কংগ্রেস প্রার্থী নাট্যকার অর্পিতা ঘোষের পাশে বসে তাকে সমর্থনে ভোট দেওয়ার আবেদনও জানালেন। পাশে দেখা গেল মন্ত্রী ব্রাত্য বসু, শুভাপ্রসন্ন ,বিভাস চক্রবর্তী ,স্বাতীলেখা চক্রবর্তীকে।
এক মুখ। দুই মঞ্চ। ২০০৯। বামেদের প্রচার মিছিল। উপস্থিত অরিন্দম শীল, সুবোধ সরকার সহ আরও অনেকে।
এবার তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের হয়ে ভোট দেওয়ার আবেদন জানালেন এঁরাই।
বালুরঘাট কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষ। সোমবার কলকাতা প্রেস ক্লাবে একগুচ্ছ সরকারপন্থী বুদ্ধিজীবীদের মুখ। সেখানে নতুন চমক অরিন্দম শীল ও সুবোধ সরকার, মেঘনাদ ভট্টাচার্য।
২০০৯ থেকে ২০১১। বাংলার রাজনৈতিক মঞ্চে নানা ভূমিকায় দেখা গেছে বুদ্ধিজীবীদের। ২০০৯ সালে যাঁরা তৃণমূল কংগ্রেসের সমর্থনে সোচ্চার হয়েছিলেন তাদের অনেকেই এখন বীতশ্রদ্ধ। সেই তালিকায় রয়েছেন কবীর সুমন,সমীর আইচের মতো ব্যক্তিত্বরা।
২০১৪ সালেউলটপুরান।
একসময় যারা বামপন্থীদের পক্ষে সোচ্চার হয়েছিলেন তাদের অনেকেই তৃণমূলের পক্ষে সুর নরম করেছেন। উদাহরণ অরিন্দম শীল, সুবোধ সরকার।