হিন্দি ভূগোল বইয়ে বাংলা ম্যাপ পয়েন্টিং শোধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

চব্বিশ ঘণ্টার খবরের জের। ষষ্ঠ শ্রেণির হিন্দি ভূগোল বইয়ে বাংলা ম্যাপ পয়েন্টিং শোধরানোর  নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী। মধ্যশিক্ষা পর্ষদের বই বিভ্রাটে সমস্যায় পড়তে হয় শিক্ষক থেকে পড়ুয়াদের।  বইটি খতিয়ে দেখে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।

Updated By: Sep 3, 2014, 05:07 PM IST

ওয়েব ডেস্ক: চব্বিশ ঘণ্টার খবরের জের। ষষ্ঠ শ্রেণির হিন্দি ভূগোল বইয়ে বাংলা ম্যাপ পয়েন্টিং শোধরানোর  নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী। মধ্যশিক্ষা পর্ষদের বই বিভ্রাটে সমস্যায় পড়তে হয় শিক্ষক থেকে পড়ুয়াদের।  বইটি খতিয়ে দেখে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।

ষষ্ঠ শ্রেনীর হিন্দি ভূগোল বই। কিন্তু সেই বইতে যে  ম্যাপ রয়েছে তা আবার পুরোপুরি বাংলায়। চব্বিশ ঘণ্টাতেই প্রথম এই খবর সম্প্রচারিত হয়। মধ্যশিক্ষা পর্ষদের তৈরি বইতে কিভাবে এতবড় ভুল হল তা নিয়ে রীতিমত সমালোচনা তৈরি হয়। জানুয়ারি থেকে রাজ্যের কয়েক হাজার হিন্দী মাধ্যমের স্কুলের ছাত্রছাত্রীদের হাতে এই বই তুলেও দিয়েছে পর্ষদ। আট মাস রীতিমত সমস্যা নিয়ে ক্লাসে এই বইতেই পড়াশুনো চালানো হলেও কোনও ব্যবস্থা নেয়নি পর্ষদ। গোটা বিষয়টি শিক্ষামন্ত্রীর নজরে আসতেই অবিলম্বে ম্যাপ বদলের নির্দেশ দিয়েছেন।

এর আগেও একাধিক বইতে  ভুল ধরা পড়েছে। কোনওটা মধ্যশিক্ষা পর্ষদের আবার কোনওটা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। প্রশ্ন উঠছে বই ছাপানোর দায়িত্বে যারা তারা কেন এই সব বিষয়ে যত্ন নেন না। কেন এই গাফলতি?  যার মাশুল গুনতে হল  পড়ুয়াদের।

.