ক্লাব অনুদানেও আমরা-ওরা

রাজ্য সরকার আর্থিক সঙ্কটেও পরিস্থিতিতে খেলাধুলোর পরিকাঠামো উন্নয়নে বিবেকানন্দ স্মারক আর্থিক অনুদান দিয়ে নজির গড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোরে রাজ্যে খেলাধুলোর উন্নয়নে এলাকার বিধায়কদের সুপারিশ মেনে মোট সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত মোট ৭৯১টি ক্লাবকে দুলক্ষ টাকা করে চেক দিলেন মুখ্যমন্ত্রী।

Updated By: Jan 30, 2012, 03:51 PM IST

রাজ্য সরকার আর্থিক সঙ্কটেও পরিস্থিতিতে খেলাধুলোর পরিকাঠামো উন্নয়নে বিবেকানন্দ স্মারক আর্থিক অনুদান দিয়ে নজির গড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোরে রাজ্যে খেলাধুলোর উন্নয়নে এলাকার বিধায়কদের সুপারিশ মেনে মোট সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত মোট ৭৯১টি ক্লাবকে দুলক্ষ টাকা করে চেক দিলেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গেই ক্লাবের সংখ্যা বাড়িয়ে প্রতিবছর ১লক্ষ টাকা করে অনুদান দেওয়ার প্রতিশ্রুতিও দিলেন তিনি। তবে অনুদান দেওয়ার ক্ষেত্রেও ফের আমরা-ওরার নজির রাখল রাজ্য সরকার। স্বাভাবিক ভাবেই প্রাধান্য পেল তৃণমূলের বিধায়কদের সুপারিশ। বাম বিধায়করা তো দূরঅস্ত, সরকারের অন্য শরিক কংগ্রেস বিধায়কদের সুপারিশকে তেমন গুরুত্বই দেওয়া হয়নি ক্লাব মননোয়নের ক্ষেত্রে। ৭৯১টির মধ্যে কংগ্রেস বিধায়কদের সুপারিশ পাওয়া ক্লাবের সংখ্যা মাত্র ১৭। উত্তরবঙ্গের ৬টি জেলায় কংগ্রেসের বিধায়ক রয়েছেন ১৭জন। নজিরবিহীনভাবে ১৫ জনকে বাদ দিয়ে কেবলমাত্র মালদহের আবু নাসের খান চৌধুরী ও কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সুপারিশ অনুযায়ী ৭টি ক্লাবকে বেছে নেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গেও অনেকটাই ব্রাত্য থেকেছেন কংগ্রেস বিধায়করা। পশ্চিম মেদিনীপুরে রাজ্যের মন্ত্রী মানস ভুঁইঞার সুপারিশে ৬টি, পুরুলিয়ায় নেপাল মাহাতর একটি ও উমাপদ বাউরির সুপারিশে ২টি ও মুর্শিদাবাদে জঙ্গিপুরের বিধায়ক মহম্মদ সোহরাবের সুপারিশের ভিত্তিতে একটি ক্লাবকে বেছে নেওয়া হয়েছে। অর্থাত রাজ্যে মোট ৪২ জন কংগ্রেস বিধায়কের মধ্যে ৫ জন বিধায়কের সুপারিশ মেনে মোট সতেরোটি ক্লাবকে অনুদান দেওয়া হয়েছে। যদিও সবকিছু নিয়ম মেনে হয়েছে বলেই দাবি মন্ত্রী মদন মিত্রের।
 
ব্রাত্য থেকেছেন বাম বিধায়করাও। মোট ৬১ জন বিধায়কের মধ্যে মাত্র দুজন বিধায়কের সুপারিশ মানা হয়েছে। এই তালিকায় পুরুলিয়া ফরোয়ার্ড ব্লকের ধীরেন্দ্রনাথ মাহাতর সুপারিশ মেনে একটি ক্লাবকে বেছে নেওয়া হয়েছে। বাম ও কংগ্রেস মিলিয়ে মোট ১০৩ বিধায়কের মধ্যে ৮ জন বিধায়কের সুপারিশ মানা হয়েছে।

.