বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনের শেষে রাজ্যের প্রাপ্তি ২ লক্ষ ৪৩ হাজার কোটি টাকার লগ্নি প্রস্তাব

দুদিনের বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনের শেষে রাজ্যের প্রাপ্তি ২ লক্ষ ৪৩ হাজার কোটি টাকার লগ্নি প্রস্তাব। রাষ্ট্রায়ত্ব সংস্থার পাশাপাশি, বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে দেশি বিদেশি একাধিক বেসরকারি সংস্থা। সমাপ্তি ভাষণে  মুখ্যমন্ত্রীর দাবি, শিল্পায়নের ফলে আগামী দু তিন বছরে রাজ্যে এককোটি কর্মসংস্থান হবে।

Updated By: Jan 8, 2015, 07:54 PM IST
বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনের শেষে রাজ্যের প্রাপ্তি ২ লক্ষ ৪৩ হাজার কোটি টাকার লগ্নি প্রস্তাব

ওয়েব ডেস্ক: দুদিনের বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনের শেষে রাজ্যের প্রাপ্তি ২ লক্ষ ৪৩ হাজার কোটি টাকার লগ্নি প্রস্তাব। রাষ্ট্রায়ত্ব সংস্থার পাশাপাশি, বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে দেশি বিদেশি একাধিক বেসরকারি সংস্থা। সমাপ্তি ভাষণে  মুখ্যমন্ত্রীর দাবি, শিল্পায়নের ফলে আগামী দু তিন বছরে রাজ্যে এককোটি কর্মসংস্থান হবে।

প্রথম দিনে  লগ্নির প্রস্তাব এসেছিল ৯৩ হাজার কোটি টাকার। দ্বিতীয় দিনে এল আরও একলক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব। দুদিনের বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনের শেষে রাজ্যের প্রাপ্তি মোট  দুলক্ষ তেতাল্লিশ হাজার কোটি টাকার লগ্নি প্রস্তাব। মুখ্যমন্ত্রীর দাবি, সব প্রস্তাবই এসেছে লিখিত আকারে।

সড়ক পরিবহণ ও জাহাজ মন্ত্রকের কাছ থেকে প্রথমদিনেই  বিনিয়োগের প্রতিশ্রুতি মিলেছিল। শেষদিনে রাজ্যের মোট নটি ক্ষেত্রে লগ্নিতে আগ্রহ দেখিয়েছে  একাধিক দেশি-বিদেশি বেসরকারি  সংস্থা ।  প্রস্তাব এসেছে বাইশটি উপনগরী গড়ে তোলার। তার মধ্যে দুটির ক্ষেত্রে  চুক্তিও সই হয়েছে।

হাওড়ায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্টে ৪ হাজার কোটি টাকা লগ্নির সম্ভাবনা

স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে ২ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব

অর্থ তালুকে  বিনিয়োগ হবে ২ হাজার কোটি টাকা

হোটেল  ও বিনোদন  ক্ষেত্রে  ২ হাজার কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা

কলকাতা- শিলিগুড়ি ও কলকাতা-রানিগঞ্জ দুটি  ইন্ডাস্ট্রিয়াল করিডরে বিনিয়োগ হতে পারে ১০ হাজার কোটি টাকা।

শুধুমাত্র, এবারের শিল্প সম্মেলনে যে পরিমান লগ্নি এসেছে, তাতে আগামী দু তিন বছরে রাজ্যে এক কোটি কর্মসংস্থান তৈরি হবে বলে দাবি মুখ্যমন্ত্রীর।

 

.