মহানগরীতে ধর্ষিত নার্স, দু`দিন পরেও অধরা অভিযুক্তরা

মহানগরীতে নার্সের গণধর্ষণের অভিযোগ পাওয়ার দুদিন পরেও কোনও অভিযুক্তকেই ধরতে পারেনি পুলিস। তবে তিন জনকে চিহ্নিত করা গেছে বলে পুলিসের দাবি।

Updated By: Oct 29, 2013, 06:56 PM IST

মহানগরীতে নার্সের গণধর্ষণের অভিযোগ পাওয়ার দুদিন পরেও কোনও অভিযুক্তকেই ধরতে পারেনি পুলিস। তবে তিন জনকে চিহ্নিত করা গেছে বলে পুলিসের দাবি।
নিগৃহীতা তরুণীর বক্তব্য ছিল, রবিবার দুপুরে চিনার পার্ক থেকে তিনি শাটল গাড়িতে ওঠেন। গাড়িতেই তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে তিন যুবক। তারপর জ্ঞান হারান তিনি। সন্ধেয় জ্ঞান ফেরার পরে তাঁকে গণধর্ষণ করা হয়। পরে, কোনও রকমে গিরীশ পার্কের ওই বাড়ি থেকে বেরিয়ে একটি ট্যাক্সি ধরে কাশীপুর থানায় গিয়ে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন। তদন্তের ভার কার, তা নিয়ে কাশীপুর আর গিরীশ পার্ক থানার টানাটানি চলে কিছুক্ষণ। পরে তিন থানা যৌথ ভাবে তদন্ত শুরু করে।
পুলিসের দাবি, তিন যুবককে চিহ্নিত করা গেছে। তাঁদের দুজনের বাড়ি সিঁথি আর একজন টবিন রোড এলাকার বাসিন্দা। অভিযুক্তদের একজন নিগৃহীতার পরিচিত বলে পুলিসের দাবি। তবে অভিযুক্তদের খোঁজ মেলেনি। গিরীশ পার্কের ওই বাড়ির মালিককেও জেরা করেছে পুলিস। তিনি জানিয়েছেন, ঘরটি ভাড়া নেন এক যুবক এবং এক মহিলা। এলাকার লোকেরা আবার জানিয়েছেন, তিন জন নয়, ঘরে ছিল পাঁচ যুবক। নিগৃহীতা যে নার্সিংহোমে ট্রেনি নার্স ছিলেন, তাদেরও জিজ্ঞাসাবাদ করেছে পুলিস। যে ট্যাক্সিতে নিগৃহীতা থানায় আসেন তার চালককেও পুলিস জেরা করেছে। সোম ও মঙ্গলবার নিগৃহীতা ও ট্যাক্সি চালকের গোপন জবানবন্দী রেকর্ড করা হয়েছে আদালতে।

.