বাবুঘাটে কাঠামো সরানোর কাজ চললেও গঙ্গা দূষণ অব্যাহত
বাবুঘাটে প্রতিমা বিসর্জনের পর বাবুঘাটে প্রতিমার পরিত্যক্ত কাঠামো সরানোর কাজ করছে কলকাতা পুরসভা। ক্রেন, বুলডোজারের সাহায্যে গঙ্গা থেকে প্রতিমার কাঠামো তোলা হচ্ছে। পরে, সেগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে ধাপায়। দশমীর পর একাদশীতেও রাতভর বাজে কদমতলা ঘাটে চলে প্রতিমা বিসর্জন। পুরসভার কর্মীরা কাজ চালিয়ে গেলেও এখনও গঙ্গাতীরে পড়ে রয়েছে বহু কাঠামো।
বাবুঘাটে প্রতিমা বিসর্জনের পর বাবুঘাটে প্রতিমার পরিত্যক্ত কাঠামো সরানোর কাজ করছে কলকাতা পুরসভা। ক্রেন, বুলডোজারের সাহায্যে গঙ্গা থেকে প্রতিমার কাঠামো তোলা হচ্ছে। পরে, সেগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে ধাপায়। দশমীর পর একাদশীতেও রাতভর বাজে কদমতলা ঘাটে চলে প্রতিমা বিসর্জন। পুরসভার কর্মীরা কাজ চালিয়ে গেলেও এখনও গঙ্গাতীরে পড়ে রয়েছে বহু কাঠামো।
বাবুঘাট সাফাইয়ের কাজে পুরসভা উদ্যোগ নিলেও গঙ্গার অন্যান্য ঘাট থেকে ভেসে আসছে বিভিন্ন প্রতিমা। পুরসভা সেইসব প্রতিমাগুলিকে সরানোর উদ্যোগ না নেওয়ায় সেগুলি আবার স্রোতে ভেসে চলে যাচ্ছে অন্য জায়গায়। ফলে, বিসর্জনের পর গঙ্গা দূষণ রোধের উদ্যোগে আখেরে কতটা লাভ হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।