ICSE Results 2022: প্রকাশিত আইসিএসই পরীক্ষার দশম শ্রেণির ফল, রাজ্যে প্রথম স্থানাধিকারী ৯

গোটা দেশে প্রথম স্থান অধিকার করেছেন ৪ জন। এরা সবাই পেয়েছেন ৯৯.৯৮ শতাংশ নম্বর

Updated By: Jul 17, 2022, 06:38 PM IST
ICSE Results 2022: প্রকাশিত আইসিএসই পরীক্ষার দশম শ্রেণির ফল, রাজ্যে প্রথম স্থানাধিকারী ৯

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: প্রকাশিক হল এবছরের আইসিএসই দশম শ্রেণির ফলাফল। গোটা দেশে প্রথম স্থান অধিকার করেছেন ৪ জন। এরা সবাই পেয়েছেন ৯৯.৯৮ শতাংশ নম্বর।

দ্বিতীয় স্থানে রয়েছেন ৩৪ জন পরীক্ষার্থী। এদের প্রাপ্ত নম্বর ৯৯.৬ শতাংশ। সবেমিলিয়ে পাসের হার ৯৯.৯৭ শতাংশ। ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার এবার বেশি। পরীক্ষার ফল জানা যাচ্ছে www.cisce.org সাইটে।

আইসিএসই বোর্ডে এবার পশ্চিমবঙ্গ থেকে প্রথম হয়েছেন ৯ জন। এদের প্রাপ্ত নম্বর ৯৯.৬০ শতাংশ। এদের মধ্যে রয়েছেন কলকাতার ৪ পরীক্ষার্থী। তালিকায় রয়েছেন অভয় কুমার সিংহানিয়া, ঐশ্বরিক দে,  বৈদুর্য্য ঘোষ, কনীনিকা সাহা, বাকির আমির মার্চেন্ট, শুভজিত্ পাল, অদিত্রি গুপ্তা, মহম্মদ মাসুদ ইকবাল, আলিয়া রাফাত।

রাজ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন ৯ পরীক্ষার্থী। এদের মধ্যে ৭ জনই কলকাতার। এদের প্রাপ্ত নম্বর ৯০.৪০ শতাংশ। বাকী দুজন পূর্ব মেদিনীপুর ও  কল্যাণীর। তৃতীয় স্থানে রয়েছেন ৩৩ জন। এদের প্রাপ্ত নম্বর ৯০.২০ শতাংশ।

সর্বভারতীয় ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে রাজ্যের ৯ পরীক্ষার্থী। প্রথম স্থানে রয়েছেন পুনের হরগুন কাউর, কানপুরের অনিকা গুপ্তা, বলরামপুরের পুস্কর ত্রিপাঠি ও লখনউয়ের কনিষ্ক মিত্তল।

আরও পড়ুন-বিশ্ব খেতাবেই ট্র্যাককে আলবিদা অ্যাথলেটিক্সের ইতিহাসে সবচেয়ে সফল ক্রীড়াবিদের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.