'সবকিছু নিয়েই রাজনীতি করব, দম থাকলে আটকান', মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ দিলীপ ঘোষের

পুরুলিয়ায় এক দলীয় কর্মসূচিতে তিনি বলেন, “আমরা হরিনাম সংকীর্তন করতে আসিনি। আমরা সবকিছুতে রাজনীতি করবো। দম থাকলে আটকান।“

Updated By: Jul 17, 2020, 11:15 AM IST
'সবকিছু নিয়েই রাজনীতি করব, দম থাকলে আটকান', মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ দিলীপ ঘোষের
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: সবকিছু নিয়েই রাজনীতি হবে, ক্ষমতা থাকলে রাজ্য সরকারকে রুখে দেখাতে হবে। এবার সরাসরি চ্যালেঞ্জ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।
পুরুলিয়ায় এক দলীয় কর্মসূচিতে তিনি বলেন, “আমরা হরিনাম সংকীর্তন করতে আসিনি। আমরা সবকিছুতে রাজনীতি করবো। দম থাকলে আটকান।“

শুক্রবার পুরুলিয়ায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ রাজ্যের চিকিত্সা পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দেন। তাঁর অভিযোগ, “বিনা চিকিৎসায় এখানে মানুষ মারা যাচ্ছেন। আগে থেকে লেখা ডেথ সার্টিফিকেট ইস্যু করছে। মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ, দিল্লির স্বাস্থ্য ব্যাবস্থা থেকে শিক্ষা নিয়ে কাজ করুন।“

সম্প্রতি কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইস্যুতে রাজ্যপাল-রাজ্য তরজা চরমে উঠেছে। এপ্রসঙ্গে তিনি বলেন, “পারলে উনি রাজ্যপালকেও গ্রেফতার করতেন। ওঁকে মুখ্যমন্ত্রী রোজ অসম্মান করছেন।“

আরও পড়ুন: লকডাউন কলকাতার এই নামী সঙ্গীতশিল্পীকে পথে বসাল, ফুটপাতে দুধ পাউরুটি বিক্রি করে চলছে সংসার!...

জলপাইগুড়ির পুলিস সুপার বদলি নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য, “আগে ওঁকে বদলি করলে তাঁদের নেতাকে এভাবে মরতে হতনা।“

.