রাস্তা চওড়া করতে ময়দানে কেটে ফেলা হচ্ছে ১০০ বছর পুরনো মেহগনি, দেবদারু, ইউক্যালিপটাস
রাস্তা চওড়া করার জন্য ময়দান এলাকায় গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। একশো বছরের পুরনো ঊনিশটি গাছ কেটে ফেলা হবে।
পরমা ফ্লাইওভারের কাজের জন্য বন্ধ করে দেওয়া হবে চার নম্বর ব্রিজের রাস্তাটি। ফলে এয়ারপোর্টগামী এবং এয়ারপোর্ট থেকে ফেরার গাড়িগুলিকে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং এবং সিআইটি রোড হয়ে পাস করানো হবে। এই কর্মকাণ্ডের জন্য ময়দান সংলগ্ন এলাকায় রাস্তার দুপাশে মোট ঊনিশটি গাছ কাটার সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যেই কাটা হয়েছে একশো বছরেরও পুরনো বেশ কয়েকটি মেহগনি, ইউক্যালিপটাস ও দেবদারু গাছ। এই গাছগুলি নিলাম করে পাওয়া অর্থ পুরসভার বেহাল ভাঁড়ারের হাল ফেরাতে অনেকটাই সাহায্য করবে। এমনটাই দাবি পুরসভার।
কিন্তু এতগুলি গাছ কাটার এই সিদ্ধান্ত মানতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। পুরসভার এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থাও।