CAA-র সমর্থনে নাড্ডার নেতৃত্বে কলকাতায় বিজেপির অভিনন্দন যাত্রায় জনজোয়ার
ওয়েলিংটনের সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করছে বিজেপি।
নিজস্ব প্রতিবেদন : নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে বিজেপির অভিনন্দন যাত্রায় কলকাতায় জনজোয়ার। আজ ওয়েলিংটনের সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করছে বিজেপি। মিছিলের নেতৃত্বে রয়েছেন সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি জে পি নাড্ডা। যা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
বিজেপি সূত্রে খবর, কলকাতা থেকেই শুরু হয়েছিল নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ। CAA মানছেন না, মানবেন না বলে বিক্ষোভের সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার তিন প্রান্তে ৩ দিন পদযাত্রায় সামিল হয়েছেন। পাল্টা জবাবি মিছিলের জন্য তাই কলকাতাকেই প্রথমে বেছে নিয়েছে গেরুয়া শিবির। কলকাতা থেকেই অভিনন্দন যাত্রা শুরু করল বিজেপি।
আরও পড়ুন, হাইকোর্টে মামলার জেরে CAA বিরোধিতায় খানিক পিছু হঠল রাজ্য সরকার
নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহকে অভিনন্দন জানাতেই এই মিছিল করছে বিজেপি। মিছিল ঘিরে জনজোয়ার। আর এই জনজোয়ার আইন নিয়ে বিপুল সমর্থনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করে গেরুয়া শিবির। বঙ্গ বিজেপি মনে করছে, এই ইস্যুকে সামনে রেখে আগামী নির্বাচনগুলিতে অনেকটাই সুবিধে করতে পারবে তারা।