রাজ্যে বাম-কংগ্রেস জোট হলে, কোথায়, কটি আসন ছাড়তে হতে পারে আরএসপিকে?
রাজ্যে বাম-কংগ্রেস জোট হলে, কোথায়, কটি আসন ছাড়তে হতে পারে আরএসপিকে? আজ দলের সম্পাদকমণ্ডলীর বৈঠকে মূলত এটিই আলোচনার কেন্দ্র। চলছে সমাধানসূত্রের খোঁজ। জোট-ইস্যুতে ফ্রন্টের মধ্যে সিপিএম বেশ কিছু একতরফা সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ উঠছে। আগেই এনিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন দলের রাজ্য সম্পাদক ক্ষিতি গোস্বামী। জোট নিয়ে দলের নানা জেলার নেতা-কর্মীদের কী মনোভাব, তা স্পষ্ট করতে আজকের বৈঠক। বিশেষ করে উত্তর দিনাজপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বালুরঘাট সহ একাধিক এলাকা, যেখানে আরএসপির শক্ত ঘাঁটি রয়েছে, সেখানে কর্মীরা ঠিক কী চাইছেন তা বোঝাই বৈঠকের উদ্দেশ্য। কাল বৈঠকে বসবে আরএসপি রাজ্য কমিটি। কী সিদ্ধান্ত হয় তার ওপর ভিত্তি করে রিপোর্ট পাঠানো হবে ফ্রন্টে।
ওয়েব ডেস্ক: রাজ্যে বাম-কংগ্রেস জোট হলে, কোথায়, কটি আসন ছাড়তে হতে পারে আরএসপিকে? আজ দলের সম্পাদকমণ্ডলীর বৈঠকে মূলত এটিই আলোচনার কেন্দ্র। চলছে সমাধানসূত্রের খোঁজ। জোট-ইস্যুতে ফ্রন্টের মধ্যে সিপিএম বেশ কিছু একতরফা সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ উঠছে। আগেই এনিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন দলের রাজ্য সম্পাদক ক্ষিতি গোস্বামী। জোট নিয়ে দলের নানা জেলার নেতা-কর্মীদের কী মনোভাব, তা স্পষ্ট করতে আজকের বৈঠক। বিশেষ করে উত্তর দিনাজপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বালুরঘাট সহ একাধিক এলাকা, যেখানে আরএসপির শক্ত ঘাঁটি রয়েছে, সেখানে কর্মীরা ঠিক কী চাইছেন তা বোঝাই বৈঠকের উদ্দেশ্য। কাল বৈঠকে বসবে আরএসপি রাজ্য কমিটি। কী সিদ্ধান্ত হয় তার ওপর ভিত্তি করে রিপোর্ট পাঠানো হবে ফ্রন্টে।