ভিআরএস নেওয়ার পর আত্মহত্যা হিন্দমোটরের শ্রমিকের

ভিআরএস নেওয়ার মাসখানেকের মধ্যেই আবসাদে আত্মঘাতী হলেন হিন্দমোটরের এক শ্রমিক। ভদ্রকালীর বাসিন্দা তপন রায় শর্মা গত কিছুদিন ধরেই অবসাদে ভুগছিলেন। পেনশন, গ্র্যাচ্যুইটি বা প্রভিডেন্ড ফান্ডের টাকা না পাওয়াতে ভেঙে পড়েছিলেন তিনি।

Updated By: Dec 28, 2014, 05:02 PM IST
 ভিআরএস নেওয়ার পর আত্মহত্যা হিন্দমোটরের শ্রমিকের

কলকাতা: ভিআরএস নেওয়ার মাসখানেকের মধ্যেই আবসাদে আত্মঘাতী হলেন হিন্দমোটরের এক শ্রমিক। ভদ্রকালীর বাসিন্দা তপন রায় শর্মা গত কিছুদিন ধরেই অবসাদে ভুগছিলেন। পেনশন, গ্র্যাচ্যুইটি বা প্রভিডেন্ড ফান্ডের টাকা না পাওয়াতে ভেঙে পড়েছিলেন তিনি।

ইচ্ছে ছিল মেয়েকে ডাক্তারি পড়াবেন। তবে অর্থভাবে সেই স্বপ্ন পূরণ হয়নি  ভদ্রকালীর বাসিন্দ তপন রায় শর্মার।

মে মাস নাগাদ বন্ধ হয়ে গিয়েছিল হিন্দ মোটর কারখানা। তার পর থেকে অন্য শ্রমিকদের মত তিনিও পথে বসেছিলেন। মাস খানেক আগে বাধ্য হয়েই ভিআরএস নিয়ে নেন। তবে গ্র্যাচ্যুইটি বা প্রভিডেন্ড ফান্ডের টাকা হাতে পাননি। দিন কাটছিল দুশ্চিন্তায়।

পরিবারের অভিযোগ, হতাশায় আত্মহত্যা করেছেন তপন রায় শর্মা। একই রকম হতাশায় ভুগছেন হিন্দমোটরের কাজ হারানো শ্রমিকরা।

 

.