জোরালো হল প্রাক্তন ইডি অফিসার মনোজ কুমারের গ্রেফতারির সম্ভাবনা!

প্রাক্তন ইডি অফিসার মনোজ কুমারের আগাম জামিনের আর্জি খারিজ হাইকোর্টে। শেক্সপিয়র সরণি থানায় দায়ের হওয়া ঘুষের মামলায় এই আগাম জামিনের আবেদন জানান মনোজ। তবে আবেদন খারিজ হয়ে যাওয়ায়, এবার তাঁর গ্রেফতারির সম্ভাবনা জোরালো হল।

Updated By: Mar 22, 2017, 06:08 PM IST
জোরালো হল প্রাক্তন ইডি অফিসার মনোজ কুমারের গ্রেফতারির সম্ভাবনা!

ওয়েব ডেস্ক : প্রাক্তন ইডি অফিসার মনোজ কুমারের আগাম জামিনের আর্জি খারিজ হাইকোর্টে। শেক্সপিয়র সরণি থানায় দায়ের হওয়া ঘুষের মামলায় এই আগাম জামিনের আবেদন জানান মনোজ। তবে আবেদন খারিজ হয়ে যাওয়ায়, এবার তাঁর গ্রেফতারির সম্ভাবনা জোরালো হল।

মনোজের বন্ধু প্রদীপ হিরায়তের বিরুদ্ধে লক্ষাধিক টাকা ঘুষ চাওয়ার অভিযোগে, কিছুদিন আগে শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেন কমল সোমানি নামে এক ব্যক্তি। ঘুষের দায়ে ধৃত বন্দর কর্তা রচপাল কাহালোর CA ছিলেন কমল সোমানি। তাঁর অভিযোগ, মনোজ কুমারের বন্ধু প্রদীপ হিরায়ত ইডির মামলা মিটিয়ে দেওয়ার কথা বলে চল্লিশ লক্ষ টাকা ঘুষ নেয়।

পুলিস ব্যাঙ্কের নথিপত্র খতিয়ে দেখে জানতে পারে, ওই টাকা যারা তুলেছেন তাঁদের মধ্যে রয়েছেন মনোজ কুমারের এক আত্মীয়ও। এছাড়া প্রদীপ হিরায়তেরই ট্র্যাভেল এজেন্সি থেকে মনোজ কুমার ও রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুর নামে একাধিকবার টিকিটও কাটা হয়। সরকারি আইনজীবী এদিন আদালতে এসংক্রান্ত তথ্যপ্রমাণ পেশের পর, মনোজ কুমারের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত।

আরও পড়ুন, আরও কমতে চলেছে নগদে লেনদেনের ঊর্ধ্বসীমা!

.