Abhishek Banerjee: আজ হাজিরা অভিষেকের! কড়া নিরাপত্তার ঘেরাটোপে সিজিও কমপ্লেক্স...

দিল্লিতে যেদিন ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটি বৈঠক, সেদিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করেছে ইডি।

Updated By: Sep 12, 2023, 11:47 PM IST
Abhishek Banerjee: আজ হাজিরা অভিষেকের! কড়া নিরাপত্তার ঘেরাটোপে সিজিও কমপ্লেক্স...

নান্টু হাজরা: পুলিসের তৎপরতা তুঙ্গে। কড়া নিরাপত্তার ঘেরাটোপে সল্টলেকের সিজিও কমপ্লেক্স। ইডির অফিসে বসানো হল গার্ডরেল। মেন গেটের বাইরে ত্রিপলের ছাউনিও!

আরও পড়ুন: Nusrat Jahan: নীলবাতির গাড়িতে ইডির দফতরে হাজিরা, আইনসভার সদস্য হয়েই আইন ভাঙলেন নুসরত?

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করেছে ইডি। কবে?  বুধবার। ট্যুইট করে নিজেই সেকথা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

 

এদিকে বছর ঘুরলেই লোকসভা ভোট। বিরোধীদের ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির সদস্য অভিষেক। আগামীকাল সেই কমিটির প্রথম বৈঠকে হবে দিল্লিতে। তাহলে? সূত্রের খবর, দিল্লিতে যাবেন না। কলকাতায় ইডির অফিসে হাজিরা দেবেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। এদিন সিজিও কমপ্লেক্সে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন বিধাননগর পুলিস কমিশনারেট ও অভিষেকের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা। 

এদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি বিরুদ্ধে ফের কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন? তাঁর অভিযোগ, বেআইনিভাবে লিপস অ্যান্ড বাউন্ডসে অফিসে তল্লাশি চালিয়েছে ইডি। এদিন সেই মামলার শুনানি হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে।

শুনানিতে ইডির আইনজীবী বলেন, 'গ্রেফতার করতে হলে সমন পাঠাবো কেন? গিয়ে গ্রেফতার করে নেওয়া হবে। অন্য বেঞ্চে মামলা চলছে। সেখানে রিপোর্ট দিতে হবে। তাই সমন পাঠানো হয়েছে'। তাঁর প্রশ্ন, 'সমন পাঠানো মানেই কড়া পদক্ষেপ নেওয়া'? এরপর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, 'সমন পাঠানো হয়েছে।  জিজ্ঞাসাবাদ সমস্যা নেই। তল্লাশিতেও বাধা নেই। তবে অন্য কিছুর জন্য একটু অপেক্ষা করুন। তাই বলা হয়েছে কড়া পদক্ষেপ না নিতে'।

আরও পড়ুন: Abhishek Banerjee: ফের তলব অভিষেককে, হাইকোর্টে কী বলল ইডি?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.