হাইকোর্টে অটোয় `ধাক্কা` খেল রাজ্য, সাগর ঘোষ হত্যা তদন্তে অসন্তোষ আদালতের

অটো নিয়ে আদালত অবমাননার মামলা দায়ের হল মুখ্যসচিব ও পরিবহণ সচিবের বিরুদ্ধে। অটো নিয়ে জনস্বার্থ মামলার প্রেক্ষিতে, দুহাজার তেরোর আটই মার্চ একটি নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশে তিন মাসের মধ্যে সমস্ত অটোয় মিটার বসানো ও ভাড়ার তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু, বছর গড়াতে চললেও এখনও সেই নির্দেশ কার্যকর হয়নি। রাজ্যের বিরুদ্ধে উঠেছে আদালত অবমাননার অভিযোগ। আগামী বৃহস্পতিবার সেই মামলার শুনানি।

Updated By: Feb 3, 2014, 12:17 PM IST

অটো নিয়ে আদালত অবমাননার মামলা দায়ের হল মুখ্যসচিব ও পরিবহণ সচিবের বিরুদ্ধে। অটো নিয়ে জনস্বার্থ মামলার প্রেক্ষিতে, ২০১৩ সালের ৮ মার্চ একটি নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

সেই নির্দেশে তিন মাসের মধ্যে সমস্ত অটোয় মিটার বসানো ও ভাড়ার তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু, বছর গড়াতে চললেও এখনও সেই নির্দেশ কার্যকর হয়নি। রাজ্যের বিরুদ্ধে উঠেছে আদালত অবমাননার অভিযোগ। আগামী বৃহস্পতিবার সেই মামলার শুনানি।

এদিকে, সাগর ঘোষ হত্যা মামলায় সিআইডি তদন্তে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। সাগর ঘোষ হত্যা মামলায় সিআইডি তদন্তে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, সাত দিনের মধ্যে পুলিস সঠিক তদন্ত না করলে, তদন্তভার তুলে দেওয়া হবে অন্য কোনও সংস্থার হাতে।

পঞ্চায়েত ভোটের আগে পারুইয়ে নির্দল প্রার্থী হৃদয় ঘোষের বাবা সাগর ঘোষ ২১ জুলাই খুন হন। পুলিসি নিষ্ক্রিয়তার প্রতিবাদে তাঁর পরিবার হাইকোর্টের দ্বারস্থ হয়।

.