ভাইফোঁটায় তিল ধারণের জায়গা নেই ছোট-বড় মিষ্টির দোকানে

আজ ভাইফোঁটা। ভাইয়ের মঙ্গল কামনায় ফোঁটা বোনেদের। পাতে সাজিয়ে দেবেন মিষ্টি। তাই সকাল থেকে মিষ্টির দোকানে লম্বা লাইন। টালা থেকে টালিগঞ্জ। বালি থেকে বালিগঞ্জ। তিল ধারণের জায়গা নেই ছোট-বড় মিষ্টির দোকানে। ভাইফোঁটার উপলক্ষ্যে তৈরি বিশেষ মিষ্টিও। ভাঁড়ে ভাপা সন্দেশ আর ভাইফোঁটা লেখা বিশেষ মিষ্টির চাহিদা তুঙ্গে। রয়েছে থালি সিস্টেমও। এছাড়াও দেদার বিকোচ্ছে বিভিন্ন ধরনের নোন্তাও।

Updated By: Nov 1, 2016, 02:17 PM IST
ভাইফোঁটায় তিল ধারণের জায়গা নেই ছোট-বড় মিষ্টির দোকানে

ওয়েব ডেস্ক: আজ ভাইফোঁটা। ভাইয়ের মঙ্গল কামনায় ফোঁটা বোনেদের। পাতে সাজিয়ে দেবেন মিষ্টি। তাই সকাল থেকে মিষ্টির দোকানে লম্বা লাইন। টালা থেকে টালিগঞ্জ। বালি থেকে বালিগঞ্জ। তিল ধারণের জায়গা নেই ছোট-বড় মিষ্টির দোকানে। ভাইফোঁটার উপলক্ষ্যে তৈরি বিশেষ মিষ্টিও। ভাঁড়ে ভাপা সন্দেশ আর ভাইফোঁটা লেখা বিশেষ মিষ্টির চাহিদা তুঙ্গে। রয়েছে থালি সিস্টেমও। এছাড়াও দেদার বিকোচ্ছে বিভিন্ন ধরনের নোন্তাও।

আরও পড়ুন এই ১০ বোন যদি ওই ১০ জনকে ভাইফোঁটা দিতেন তাহলে পৃথিবীতে মুষলধারায় শান্তি আসতো!

অন্যদিকে, বিভিন্ন সময়ে অসুস্থ হয়ে বারাসত হাসপাতালে ভর্তি হয়েছিল। তারপর থেকে বাড়ির লোক আর ওদের ফেরত নিয়ে যায়নি। সেই থেকে হাসপাতালই ওদের ঠিকানা। ডাক্তার এবং নার্স-আয়ারাই ওদের পরিবার। ভাইফোঁটার এই বিশেষ দিনে আজ আত্মীয়-পরিজন উপেক্ষিত সাত বোনের ফোঁটা নিলেন হাসপাতালের ডাক্তার এবং চিকিত্‍সা কর্মীরা। এই অভিনব ফোঁটার আয়োজন করেছিলেন খোদ সুপারই।

আরও পড়ুন শহরের নামিদামি রেস্তোরাঁগুলিতে তৈরি টেলর মেড ভাইফোঁটা প্যাকেজ

.