ছাত্রীদের সামনেই চূড়ান্ত হেনস্থার প্রধান শিক্ষিকাকে

স্কুলের ছাত্রীদের সামনেই প্রধান শিক্ষিকাকে চুড়ান্ত হেনস্থা করল একদল বহিরাগত। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ ভবাণীপুর খালসা স্কুলে ঢুকে পড়ে একদল বহিরাগত। স্কুলে ঢুকেই তারা সোজা চলে যায় প্রধান শিক্ষিকার ঘরে। এরপর প্রধান শিক্ষিকাকে ঘিরে প্রায় একঘণ্টা ধরে চলে হুমকি।

Updated By: Apr 19, 2012, 08:22 PM IST

স্কুলের ছাত্রীদের সামনেই প্রধান শিক্ষিকাকে চুড়ান্ত হেনস্থা করল একদল বহিরাগত। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ ভবাণীপুর খালসা স্কুলে ঢুকে পড়ে একদল বহিরাগত। স্কুলে ঢুকেই তারা সোজা চলে যায় প্রধান শিক্ষিকার ঘরে। এরপর প্রধান শিক্ষিকাকে ঘিরে প্রায় একঘণ্টা ধরে চলে হুমকি। প্রধান শিক্ষিকার অভিযোগ, ওই বহিরাগতরা পদত্যাগ করতে হবে বলে দাবি জানায়। এমনকী এখনই পদত্যাগ না করলে তাঁকে শারীরিক নিগ্রহেরও হুমকি দেওয়া হয়।
বহিরাগত ব্যক্তিরা একটি পদত্যাগ পত্র তারা সঙ্গে নিয়ে এসেছিল বলেও অভিযোগ। শুধু বৃহস্পতিবারই নয়, বুধবারও এই বহিরাগতরা স্কুলে এসে হুমকি দিয়ে গিয়েছিল প্রধান শিক্ষিকাকে। সমস্ত ঘটনা জানিয়ে ভাবনীপুর থানায় অভিযোগ দায়ের করেন প্রধান শিক্ষিকা। যদিও পুলিসের তরফে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।  গোটা ঘটনায় আতঙ্কে রয়েছেন স্কুলের অন্যান্য শিক্ষিকারাও। বহিরাগতরা হুমকি দিয়ে গিয়েছে, প্রধান শিক্ষিকা স্কুলে ঢুকলে আবার তারা আসবে। কয়েক জন বহিরাগত কোন ক্ষমতায় একটি স্কুলে ঢুকে প্রধান শিক্ষিকাকে পদত্যাগের হুমকি দিয়ে যায়, তা নিয়েই উঠছে প্রশ্ন।

.